ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:২০, ৩০ এপ্রিল ২০১৮

 গত সপ্তাহে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করেছে তালিকাভুক্ত ৪ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ম্যারিকো ॥ ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরে ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে ৫০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। তাই সদ্য সমাপ্ত হিসাববছরে মোট ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ দিল। ওই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ১৫ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৭ টাকা ৩৮ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুলাই সকাল ১০টায় র‌্যাডিসন ব্লু- ওয়াটার গার্ডেন, বিমানবন্দর সড়ক, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন। ফেডারেল ইন্স্যুরেন্স ॥ আলোচিত সময়ে কোম্পানিটি পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে ৫৮ পয়সা এবং এনএভি ১১ টাকা ৫০ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ২৪ জুন বেলা ১১টায় মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ভিআইপি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মে। রূপালী ইন্স্যুরেন্স ॥ আলোচ্য সময়ে পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে দুই টাকা এক পয়সা এবং এনএভি ২২ টাকা ২০ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ৪ জুলাই বেলা ১১টায় ইমপিরিয়াল কনভেনশন সেন্টার, ৬৮/বি ডিআইটি রোড, মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ॥ আলোচ্য সময়ে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় ইপিএস হয়েছে এক টাকা ১০ পয়সা এবং এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৬ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এজিএম আগামী ২৫ জুন বেলা সাড়ে ১১টায় ঢাকা লেডিস ক্লাব, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে।
×