ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গত সপ্তাহে ব্লক মার্কেটে ১১ শতাংশ লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:১৮, ৩০ এপ্রিল ২০১৮

গত সপ্তাহে ব্লক মার্কেটে ১১ শতাংশ লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এ সব কোম্পানির ১৮২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৮ কোটি টাকা বা ১১ শতাংশ বেশি। আগের সপ্তাহে এ মার্কেটে ১৬৩ কোটি টাকার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, এসিআই, ডেল্টা ব্র্যাক হাউজিং, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এপেক্স ট্যানারি, বাটা সু, সিটি ব্যাংক, আইবিবিএল মুদারাবা প্রিপেচুয়াল বন্ড, ইবনে সিনা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, ইসলামী ব্যাংক, মেট্রো স্পিনিং, ন্যাশনাল টি, ইউনাইটেড কমার্শিয়াল বাংক, উসমানিয়া গ্লাস, আমরা নেটওয়ার্ক, ম্যাকসন্স স্পিনিং, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ফোন, অলিম্পিক, শাহজিবাজার পাওয়ার, স্টাইলক্রাফট, যমুনা ব্যাংক, গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস। জানা গেছে, বিদায়ী সপ্তাহে এ সব কোম্পানির ১৮২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের। ব্যাংকটির মোট ৬১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ২ কোটি শেয়ার ৩ বার হাত বদল হয়েছে। সপ্তাহজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮ লাখ ৪৭ হাজার ৯৬২ শেয়ার ৪০ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। সপ্তাহজুড়ে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ৩ হাজার ৯৯১টি শেয়ার ২৭ কোটি ৫১ লাখ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২৯ লাখ ৮০ হাজার টাকার, এসিআইয়ের ৩৮ লাখ ৬০ হাজার টাকার, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ২ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকার, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২২ লাখ ৫০ হাজার টাকার, এপেক্স ট্যানারির ৫৬ লাখ ৬০ হাজার টাকার, বাটা সু’র ১ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৩৪ লাখ ৭০ হাজার টাকার, আইবিবিএল মুদারাবা প্রিপেচুয়াল বন্ডের ৪৯ লাখ ৮০ হাজার টাকার, ইবনে সিনার ২ কোটি ৯৩ লাখ টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯০ হাজার টাকার, ডরিন পাওয়ারের ২১ লাখ ৭০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৫৬ লাখ ৩০ হাজার টাকার, ন্যাশনাল টি’র ৬২ লাখ ৫০ হাজার টাকার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকার, উসমানিয়া গ্লাসের ৭০ লাখ ২০ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ১ কোটি ২ লাখ ৭০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ২৯ লাখ টাকার, অলিম্পিকের ২ কোটি ২৪ লাখ ৮০ হাজার টাকার, শাহজিবাজারের ১৪ কোটি ৪৯ লাখ টাকার, স্টাইল ক্রাফটের ২৭ লাখ ৩০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ২ কোটি ৬০ লাখ টাকার, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৪৮ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭৩ লাখ ১০ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×