ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে মানববন্ধন, বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৪, ৩০ এপ্রিল ২০১৮

খাগড়াছড়িতে মানববন্ধন, বিক্ষোভ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ১৯৮৬ সালের আজকের এইদিনে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত গণহত্যা দিবসের ৩২তম বছর পূর্তিতে তৎকালীন শান্তিবাহিনী প্রধান সন্তু লারমা শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের আয়োজনে শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে পার্বত্য অধিকার ফোরামের আহ্বায়ক মাঈন উদ্দিন ও বৃহত্তর পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাসুম রানা বক্তব্য রাখেন। বক্তারা, ১৯৮৬ সালের ২৯ এপ্রিল রাতে শান্তিবাহিনীর বর্বর নির্যাতনে ২৪৩৫ জন নিরীহ বাঙালীকে হত্যাযজ্ঞের ৩২ বছরে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ক্ষোভ জানিয়ে অবিলম্বে তৎকালীন শান্তিবাহিনী প্রধান সন্তু লারমাসহ জড়িতদের শাস্তি দাবি করেন।
×