ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্রমিক নিহত

প্রকাশিত: ০৪:১৩, ৩০ এপ্রিল ২০১৮

সীতাকুন্ডে তেলের  ট্যাঙ্ক পরিষ্কার  করতে গিয়ে শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড চট্টগ্রাম, ২৯ এপ্রিল ॥ সীতাকুন্ডে কালো তেলবাহী গাড়ি পরিষ্কার করতে গিয়ে মাসুম উদ্দিন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে খোরশেদ আলম নামে অপর এক শ্রমিক। শনিবার রাতেই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সাবেক এমপি এবিএম আবুল কাসেম মাস্টার বাড়ির পূর্ব পাশের এলাকায় এ দুর্র্ঘটনা ঘটে। নিহত মাসুম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ আশিয়া দারি এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র। জানা যায়, ওয়াসিম ও মামুনের মালিকানাধীন কালো তেলের ডিপোতে শনিবার রাতে গিয়াস উদ্দিনের কালো তেলবাহী গাড়ি পরিষ্কারের কাজ করছিল কয়েক শ্রমিক। ভাউছারের ভেতরে শ্রমিকরা প্রবেশ করলে কালো তেলবাহী গাড়ির দূষিত গ্যাসে আক্রান্ত হয়ে আহত হয়ে পড়ে শ্রমিকরা। পরে ভাউছারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাদের উদ্ধার করে রাতেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মাসুম মৃত্যুবরণ করেন।
×