ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজব ফুলের সন্ধান

প্রকাশিত: ০৪:১২, ৩০ এপ্রিল ২০১৮

আজব ফুলের সন্ধান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ এপ্রিল ॥ আত্রাইয়ে এক আজব ফুলের সন্ধান পাওয়া গেছে। এই ফুল দেখতে এখন প্রতিদিন শত শত নারী-পুরুষ ভিড় জমাচ্ছে। ফুলটি উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামের মানিক মন্ডল ওরফে ঝড়ুর বাড়ি সংলগ্ন স্থানে মাটি ফেটে বের হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝড়ুর বাড়ি সংলগ্ন উঠানের এক পাশে মাটি ফেটে একটি ফুলবের হতে দেখা যায়। পরদিন শুক্রবার সকালে ফুলটি আকারে আরও একটু বড় হয়। সন্ধ্যা হতে হতে ফুলটি অনেক বড় আকৃতির হয়ে যায়। অন্যান্য ফুলের সুগন্ধি থাকলেও এ ফুল থেকে চরম দুর্গন্ধ ছড়াতে থাকে। এদিকে আজব এ ফুলের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত নারী-পুরুষ ফুলটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে।
×