ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেডিক্যাল শিক্ষা বোর্ডসহ চার দফা বাস্তবায়ন দাবি

প্রকাশিত: ০৪:১১, ৩০ এপ্রিল ২০১৮

মেডিক্যাল শিক্ষা বোর্ডসহ চার দফা বাস্তবায়ন দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীদের জন্যে আলাদা মেডিক্যাল এডুকেশন বোর্ডসহ চার দফা দাবি জানিয়েছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন। রবিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সভাপতি রমজানুল মোবারক সাইম লিখিত বক্তব্য পাঠ করেন। তাদের দাবিগুলো হলো ২০০৯ সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অনতিবিলম্বে মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন করা, বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা, কমিউনিটি ক্লিনিকে সরকারীভাবে ১০ম গ্রেডে নিয়োগ ও বেসরকারী ক্লিনিক/ হাসপাতালে ম্যাটস থেকে পাসকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করা এবং ইন্টার্ন ভাতা প্রদান। লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমানে ৮টি সরকারী ম্যাটস ও প্রায় ২০৯টি বেসরকারী ম্যাটস ডিপ্লোমা চিকিৎসকের ‘ডিএমএফ’ কোর্সটি পরিচালনা করে আসছে। এখানে ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীর সংখ্যা লক্ষাধিক। আর প্রায় ১২ হাজার ডিপ্লোমা চিকিৎসক ‘উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার’ পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে কর্মরত। সবার জন্যে একটিমাত্র চিকিৎসা অনুষদ আছে। এটি স্বাধীনভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে না। রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ থেকে অর্জিত কোর্সসমূহকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয় না। ফলে আমরা উচ্চ শিক্ষা না পাওয়াসহ নানা ধরনের সমস্যার ভুক্তভোগী।
×