ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় যুবক ও ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:১০, ৩০ এপ্রিল ২০১৮

কুমিল্লায় যুবক ও ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৯ এপ্রিল ॥ চৌদ্দগ্রামে বদিউল আলম নামে এক যুবককে কুপিয়ে এবং দেবিদ্বারে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। গত শনিবার রাতে জেলার চৌদ্দগ্রামের কেচকিমুড়া গ্রামে ও দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বদিউল আলম চৌদ্দগ্রামের কেচকিমুড়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে এবং নুরুল ইসলাম দেবিদ্বারের ধামতী গ্রামের দুধ মিয়ার ছেলে। চৌদ্দগ্রাম থানা পুলিশ জানায়, নিহত বদিউল আলম (২৬) পার্শ¦বর্তী জগন্নাথ দীঘিরপাড়ে বিভিন্ন হোটেলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতো। শনিবার রাতে বাড়ি ফেরার পথে কেচকিমুড়া এলাকায় পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। অপরদিকে দেবিদ্বারে টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে নূরুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ীকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে দেবিদ্বার, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং এরপর রবিবার ভোর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়। রংপুরে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, পীরগঞ্জে স্বামীর প্রহারে স্ত্রী মস্তুরী বেগমের (৪২) মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বড় দরগাহ ইউনিয়নের চাপাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার পার্বতীপুর (উত্তরপাড়া) গ্রামের আব্দুল হাকিম মিয়ার কন্যা মস্তুরী বেগমের সঙ্গে চাপাবাড়ী গ্রামের মমতাজ আলীর গ্রায় ২০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে ৪ সন্তানও রয়েছে। শনিবার বিকেলে পারিবারিক বিরোধের জেরে স্বামী মমতাজ তার স্ত্রী মস্তুরা বেগমকে ব্যাপক প্রহার করে। পরদিন বাসায় তার মৃত্যু ঘটে। . নরসিংদীতে চালক স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, হাবিবুর রহমান (৩০) নামে এক অটোরিক্সা চালককে জবাই করে তার অটোরিক্সাটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। নিখোঁজের ১ দিন পর রবিবার সকালে নরসিংদী সদর উপজেলার মধ্যে শীলমান্দী গ্রামের রাস্তার পাশে ১টি পরিত্যক্ত জমিতে তার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহতের বড় ভাই ফারুক মিয়া জানান, দীর্ঘদিন যাবত তার ভাই হাবিবুর রহমান (৩০) ব্যাটারীচালিত অটোরিক্সা চালিয়ে আসছিল। প্রতিদিনই অটোরিক্সা চালিয়ে নিজ বাড়িতে সে দুপুরের খাবার খেতো। শনিবার দুপুরে বাড়িতে খাবার খেতে না যাওয়ায় এবং মোবাইল ফোনে তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। . মঠবাড়িয়ায় নারীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, পুলিশ রবিবার সকালে উপজেলার বাদুরতলী গ্রাম হতে সাহিদা বেগম (৬০) নামের এক দৃষ্টি প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করে। সাহিদা ওই গ্রামের হাতেম আলী গাজীর মেয়ে। জানা যায়, সাহিদা বেগম স্বামী পরিত্যক্তা হয়ে অন্য আরেক বড় বোন আমেনার সঙ্গে বাদুরতলী গ্রাম বাবার বাড়ি বসবাস করছিল। সকালে আমেনা হাঁটতে যায়। ফিরে এসে দরজা খুলে সাহিদাকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
×