ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীঘ্রই শুরু রামেবির একাডেমিক কার্যক্রম

প্রকাশিত: ০৪:০৮, ৩০ এপ্রিল ২০১৮

শীঘ্রই শুরু রামেবির একাডেমিক কার্যক্রম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে শীঘ্রই। এরইমধ্যে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ ৭০টি পদের বিপরীতে জনবল নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। দ্রুতই এসব পদে জনবল নিয়োগ শুরু হবে। রামেবিতে ভিসি পদে নিয়োগ প্রাপ্তির এক বছর উপলক্ষে রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রামেবি উপাচার্য অধ্যাপক ডাঃ মাসুম হাবিব এসব তথ্য জানিয়েছেন।তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম এখন রাজশাহী মেডিক্যালের একটি ভবনে চলছে। গত এক বছরে বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু কাজ শুরু হয়েছে। এখন দ্রুত একাডেমিক কার্যক্রমও শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় তিনি বলেন, অস্থায়ী কার্যালয়েই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ৫০টি মেডিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। চলতি শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে এখানে শিক্ষার্থীদের নিবন্ধনও শুরু হয়েছে। উপাচার্য বলেন, রাজশাহী মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের জন্য নগরীর বড় বনগ্রাম এলাকায় প্রায় ৮৬ একর জমি নির্বাচন করা হয়েছে এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) থেকে অনাপত্তিপত্র নেয়া হয়েছে। জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন এবং পরবর্তী কার্যক্রম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগে জমা দেয়া হয়েছে। ইতোমধ্যে জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদনও পাওয়া গেছে। তিনি বলেন, এরই মধ্যে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট গঠন হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী সব সময় খোঁজ রাখছেন। অচিরেই সব কাজ শেষ হবে। এজন্য তিনি সাংবাদিকসহ রাজশাহীবাসীর সহযোগিতাও কামনা করেন। এ সময় উপাচার্যের সঙ্গে রাজশাহী মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জাওয়াদুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ার হোসেন ও দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সারোয়ার জাহান উপস্থিত ছিলেন।
×