ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিইউপি শিক্ষার্থীর আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য

প্রকাশিত: ০৪:০৮, ৩০ এপ্রিল ২০১৮

বিইউপি শিক্ষার্থীর  আন্তর্জাতিক  প্রতিযোগিতায় সাফল্য

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের টিম বিইউপি সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাস ক্রিস্টিয়ান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘TCU Richards Barrentine Values and Ventures’ প্রতিযোগিতায় ফাইনালিস্ট হিসেবে অংশগ্রহণ করে। নিলেয় স্কুল অব বিজনেস, যুক্তরাষ্ট্র আয়োজিত এ প্রতিযোগিতাটি গত ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিবিএ-জেনারেলের সহকারী অধ্যাপক মোহাম্মাদ রাজীব উদ্দীনের তত্ত্বাবধানে বিবিএ-জেনারেল ২০১৫ ব্যাচের শিক্ষার্থী আবিদুর রহমান, মোহাম্মাদ রেজওয়ান উদ্দীন, মহিউদ্দিন ফয়সাল এবং এসকে মোহাইমেন হোসেনের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট একটি দল তাদের বিজনেস প্ল্যান উপস্থাপন করতে আমন্ত্রণ পায়। বিশে^র ২০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এশিয়ার একমাত্র বিশ^বিদ্যালয় হিসেবে বিইউপি অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় টিমবিইউপি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে। -বিজ্ঞপ্তি।
×