ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কৃষি প্রণোদনা বিতরণ

প্রকাশিত: ০৪:০৭, ৩০ এপ্রিল ২০১৮

কৃষি প্রণোদনা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ এপ্রিল॥ রবিবার রাণীনগরে ইউনিয়ন ভিত্তিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের খরিফ-১/২০১৮-১৯ মৌসুমে উফশী ও নেরিকা আউশ আবাদ বৃদ্ধির প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব কৃষকদের মাঝে এসব বিতরণ করেন। উফশী আউশ চাষে সহায়তা প্রাপ্ত ৭৭৫ ও নেরিকা আউশ চাষে সহায়তা প্রাপ্ত ৭০ সর্বমোট ৮শ’ ৪৫ কৃষকের মাঝে ১৪ লাখ টাকার কৃষি প্রণোদনা প্রদান করা হয়। প্রণোদনা হিসেবে উফশী ও নেরিকা আউশ চাষে প্রতিজন কৃষক সহায়তা হিসেবে ৫ কেজি উফশী ও নেরিকা ধান বীজ, ২ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএসপি সার, ১ কেজি এমওপি সার এবং সেচ সহায়তা ও আগাছা দমন হিসোবে ৫শ’ টাকা করে প্রদান করা হয়।
×