ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভয়াল স্মৃতির সেই ২৯ এপ্রিল চট্টগ্রামে পালন

প্রকাশিত: ০৪:০৬, ৩০ এপ্রিল ২০১৮

ভয়াল স্মৃতির সেই  ২৯ এপ্রিল  চট্টগ্রামে পালন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচীর মাধ্যমে রবিবার চট্টগ্রাম ও উপকূলবর্তী জেলাগুলোতে ভয়াল ২৯ এপ্রিল পালিত হয়েছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলঙ্করী ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের পুরো উপকূল লন্ডভন্ড হয়ে গেছে। বেসরকারীভাবে দুই লক্ষাধিক এবং সরকারীভাবে দেড় লক্ষ মানুষের প্রাণহানি ঘটে ঐ দিন। বেদনার এ দিনটি উপকূলবাসী এখনও ভুলতে পারেনি। স্বজনহারার যতদিন বেঁচে থাকবে, হয়ত ততদিন তাদেরকে এ দিনটি বেদনার সাগরে ডুবিয়ে রাখবে। ঘূর্ণিঝড়ের আঘাতে চট্টগ্রাম মহানগরী ও এর আওতাধীন সব উপজেলা, কক্সবাজার জেলা একমাসেরও বেশি বিদ্যুতবিহীন ছিল। চট্টগ্রামের টিভি রিলেস্টেশনের টাওয়ারটি ভেঙ্গে পড়ায় সম্প্রচার কাজও বন্ধ ছিল দীর্ঘ সময়। রবিবার চট্টগ্রাম ও কক্সবাজারে এবং এর আওতাধীন উপজেলাগুলোতে দিনটি পালিত হয়েছে ভাবগম্ভীর পরিবেশে। বিভিন্ন স্থানে এর ক্ষতচিহ্ন আজও মুছে যায়নি। চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালীসহ বিভিন্ন স্থানে এখনও ক্ষতিগ্রস্ত বহু বেড়িবাঁধ অরক্ষিত অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড়ের ২৭টি বছর অতিক্রম হলেও ভয়াবহতার বহু চিহ্ন এখনও পাল্টায়নি।
×