ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের আল-বেরুনী হলের প্রথম মহাপুনর্মিলনী

প্রকাশিত: ০৪:০৫, ৩০ এপ্রিল ২০১৮

 জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের আল-বেরুনী  হলের প্রথম  মহাপুনর্মিলনী

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রথম আবাসিক হল আল-বেরুনী হল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ৪৭ বছর পার করেছে এই হল। তাই আল-বেরুনী হলের সাবেক ও বর্তমান ছাত্রদের মিলিত করার প্রয়াসে এক মহাপুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। আগামী ৩ ও ৪ মে ২০১৮ এই মহাপুনর্মিলনী অনুষ্ঠিত হবে। পুনর্মিলনীতে আল-বেরুনী হলের সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ১০০০ ছাত্র (১ম ব্যাচ থেকে শুরু করে সর্বশেষ ৪৭ ব্যাচ) অংশগ্রহণ করবেন। পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে সাবেক শিক্ষার্থীদের সুবিধার্থে তাদের জন্য অনুষ্ঠানের দিন পর্যন্ত (৪ মে ২০১৮) রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে। রেজিস্ট্রেশনের জন্য নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টায় আল-বেরুনী হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হলের প্রভোস্ট আমজাদ হোসেনের উপস্থিতিতে মহাপুনর্মিলনীর আহ্বায়ক মারুফ বিল্লাহ এসব তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ সময় আয়োজক কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
×