ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

প্রকাশিত: ০৪:০০, ৩০ এপ্রিল ২০১৮

খুলনায় পাটকল শ্রমিকদের  রাজপথ-রেলপথ  অবরোধ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান, মজুরি কমিশন বাস্তবায়ন, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে রবিবার খুলনায় রাজপথ-রেলপথ কর্মসূচী পালন করা হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে নগরীর নতুন রাস্তা মোড় এই কর্মসূচী পালন করেন শ্রমিকেরা। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল ৯টার দিকে খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, পাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও ভৈরবের অপর পাড়ের স্টার জুট মিলের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল সহকারে নতুন রাস্তার মোড়ে জড়ো হয়। এ সময় তারা সড়ক ও রেল পথে অবস্থান নিয়ে দাবির সমর্থনে বিভিন্ন সেøাগান দেয়। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বেলা ১২টায় কর্মসূচী শেষ করে তারা নিজ নিজ মিলে ফিরে যান। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন ও আলীম জুট মিলের শ্রমিকরা আটরা শিল্পাঞ্চলে অনুরূপ কর্মসূচী পালন করেছেন বলে শ্রমিক নেতারা জানান। পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম বলেন, বকেয়া পাওনাসহ ১১ দফা দাবিতে আমরা অনেকদিন ধরে আন্দোলন করে আসছি। আমাদের দাবি মানা হচ্ছে না। এ কারণে আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকরা। তিনি বলেন, তিন মাস মজুরি পাই না। খেয়ে না খেয়ে চলছে শ্রমিকদের জীবন। আগামী ৪ মে শ্রমিক সমাবেশের পর নতুন কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান তিনি।
×