ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নামিয়ে ফেলা হচ্ছে এ্যানালগ ঘড়ি

প্রকাশিত: ০৩:৪৭, ৩০ এপ্রিল ২০১৮

নামিয়ে ফেলা  হচ্ছে এ্যানালগ  ঘড়ি

ব্রিটেনে স্কুলগুলোতে পরীক্ষার হল থেকে এ্যানালগ ঘড়ি সরিয়ে ফেলা হচ্ছে। কারণ, শিক্ষার্থীরা এ ঘড়িতে সময় বুঝতে পারে না। প্রধান শিক্ষকদের এক ইউনিয়ন এ কথা বলেছে। টেলিগ্রাফ। জিসিএসই ও এ-লেভেল পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেছে যে, তারা এ্যানালগ ঘড়িতে সঠিক সময় বুঝতে দুর্ভোগে পড়ে। তাদের অভিযোগের পর শিক্ষকরা ডিজিটাল ঘড়ি স্থাপন করছেন। এ্যাসোসিয়েশন অব স্কুল এ্যান্ড কলেজ লিডার্সের উপ-সাধারণ সম্পাদক ম্যালকম ট্রোবে বলেন, স্কুলের শিক্ষার্থীরা ডিজিটাল ঘড়ি ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে। তিনি টেলিগ্রাফকে বলেন, বর্তমান প্রজন্ম পুরনো প্রজন্মের মতো ঐতিহ্যগত ঘড়ির এ্যানালগ ফেস পড়তে এতটা সমর্থ নয়। তারা তাদের ফোনে, তাদের কম্পিউটারে ডিজিটাল সময় দেখতে অভ্যস্ত। সাবেক প্রধান শিক্ষক ট্রোবে বলেন, শিক্ষকরা চান, শিক্ষার্থীরা পরীক্ষার সময় যথাসম্ভব উদ্বেগমুক্ত ও শিথিল থাকুক। তিনি বলেন, শিক্ষার্থীরা সময় জানার জন্য শিক্ষার্থীদের হাত তুলতে হবে। তা কেউ চায় না।
×