ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেবাননে এক দশক পর নির্বাচনে ভোটগ্রহণ

প্রকাশিত: ০৩:৪৬, ৩০ এপ্রিল ২০১৮

 লেবাননে এক দশক পর নির্বাচনে ভোটগ্রহণ

লেবাননে প্রায় এক দশক পর প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করা হয়েছে। রবিবার অস্ট্রেলিয়ার সিডনিতে এ ঐতিহাসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সেখানে বসবাসরত দেশটির এক হাজারের বেশি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এএফপি। ক্যানবেরায় অবস্থিত লেবাননের দূতাবাস থেকে বলা হয়, অস্ট্রেলিয়ায় লেবাননের প্রায় ১২ হাজার নিবন্ধিত ভোটার রয়েছে। তবে এ ঐতিহাসিক নির্বাচনে লেবাননে ভোট গ্রহণ করা হবে আগামী ৬ মে। লেবাননে ২০০৯ সাল থেকে নির্বাচন হয়নি। এ নির্বাচনের মধ্যদিয়ে দেশটিতে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশা করা হচ্ছে। নতুন আইনে বিদেশে অবস্থানরত লেবাননের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া হয়েছে। ১৯৪৩ সালে দেশটি স্বাধীন হওয়ার পর এই প্রথমবারের মতো বিদেশে অবস্থান করা দেশের নাগরিকরা ভোট দিতে পারছে। উল্লেখ্য, লেবাননের পার্লামেন্টের অর্ধেক আসন মুসলিম ও অর্ধেক আসন খ্রিস্টানদের জন্য নির্ধারিত।
×