ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ॥ লাভরভ

প্রকাশিত: ০৩:৪৪, ৩০ এপ্রিল ২০১৮

সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ॥ লাভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়াকে ভাগ করার চেষ্টা করছে। গতকাল শনিবার ইরান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন লাভরভ। আলজাজিরা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স আন্তর্জাতিক আইন অবজ্ঞা করে সিরিয়ায় হামলা চালিয়েছে। এদিকে রাশিয়া মার্কিন অবরোধকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি বিবেচনা করছে। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এই তথ্য জানিয়েছেন। তিনি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে পার্লামেন্টের এই পদক্ষেপকে সমর্থনও দিয়েছেন। তিনি জানিয়েছেন, যেসব কোম্পানির ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করেছে সেগুলোকে সুবিধা দিতে পারে সরকার। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এদিকে সিরিয়া ইস্যুতে রাশিয়া, তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার সংলাপে বসতে যাচ্ছেন। সিরিয়ায় কথিত রাসায়নিক হামলার বিষয়ে প্রকাশ্যে মতপার্থক্য থাকার পরেও এই সংলাপে বসছে তিনটি দেশ। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের মিত্র রাশিয়া ও তেহরান এবং সিরিয়ায় বিদ্রোহীদের পৃষ্ঠপোষক তুরস্ক। ৭ এপ্রিল সিরিয়ার দুমায় রাসায়নিক অস্ত্রের হামলার ইস্যুতে সম্প্রতি মস্কোতে অনুষ্ঠিত এক সভায় প্রকাশ্যে ভিন্নমত পোষণ করে দেশ তিনটি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহারকারীদের প্রতি বিরূপ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি রাসায়নিক অস্ত্রের ব্যবহারকারীদের প্রতি অভিশাপ দিচ্ছি।’ পশ্চিমাদের সিরিয়ার ওপর বিমান হামলার সমর্থন জানান তিনি। অন্যদিকে পশ্চিমাদের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, পশ্চিমাদের বিমান হামলার বিষয়টি তুরস্ক সমর্থন করায় রাশিয়া ও তুরস্কের বিদ্যমান সম্পর্কে চিড় ধরবে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলো বলেন, রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক এমন দুর্বল নয় যে ফ্রান্সের প্রেসিডেন্ট তা ভেঙ্গে ফেলতে পারবেন।
×