ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

* আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পরমাণু নিষ্ক্রিয় করবে উত্তর কোরিয়া * ৩-৪ সপ্তাহের মধ্যে ট্রাম্প-উন বৈঠক

এক মাসের মধ্যে নিরস্ত্রীকরণ

প্রকাশিত: ০৩:৪৪, ৩০ এপ্রিল ২০১৮

এক মাসের মধ্যে নিরস্ত্রীকরণ

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শান্তির পথে আরও এক ধাপ এগিয়েছেন বলে মনে হচ্ছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে তিনি কোরিয়া উপদ্বীপ পরমাণু অস্ত্র মুক্ত করার ঘোষণা দিয়ে যৌথ বিবৃতিতে সই করেন। তিনি বলেন, ‘আমি সংঘাতের যুগের অবসান ঘটাতে এসেছি।’ মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকটি আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। রবিবার সিউলের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক পরিদর্শকদের উপস্থিতিতে পিয়ংইয়ং মে মাসের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ সম্পন্ন করবে। বিবিসি ও সিএনবিসি। দক্ষিণ কেরিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তা, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের উপস্থিতিতে উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের কাজ সম্পন্ন করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনকে দ্রুত সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু উন যে ট্রাম্পের দাবি এত দ্রুত মেনে নেবেন এটি কেউ আশা করেনি। উন মাস খানেকের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মনোযোগ এখন ওই বৈঠকের প্রতি। এর আগে দক্ষিণ কোরিয়ার সীমান্ত গ্রাম পানমুনজোমে অনুষ্ঠিত আন্তঃকোরীয় বৈঠকটিও মিডিয়ায় সাড়া ফেলে। অনেকে ওই বৈঠক থেকে খুব বেশি প্রত্যাশা করেননি। দ্রুত একত্রীকরণের চেয়ে বরং শান্তি প্রতিষ্ঠাই ছিল তাদের প্রত্যাশা। ট্রাম্প টুইটারে লিখেছেন, তিন থেকে চার সপ্তাহের ভেতর কিম উনের সঙ্গে তিনি বৈঠকে বসতে পারেন। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, সিঙ্গাপুর হতে পারে ট্রাম্প ও কিম উনের বৈঠকের সম্ভাব্য স্থান হতে পারে। পরমাণু প্রকল্প নিয়ে ট্রাম্প ও উন উভয়ই পরষ্পরের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বাক্যবাণ ছুড়েছেন। দু’জন দু’জনকে পাগলও বলেছেন। কয়েক মাস আগেও ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর ‘আগুনের বৃষ্টি ঝরানোর’ হুমকি দিয়েছিলেন। অন্যদিকে, কিম যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্র তৈরিকে তার দেশ অনেকটা অগ্রসর হয়েছে বলে সতর্ক করেছেন। ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিক উপলক্ষে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া স্থগিতের সিদ্ধান্ত নেয়ার পর থেকে পিয়ংইয়ংয়ের সঙ্গে প্রতিবেশী সম্পর্কে বরফ গলতে শুরু করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ আগেই জানিয়েছিল যে, পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত এবং পরমাণু পরীক্ষা সাইট বন্ধ করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শান্তি বজায় রাখার দিকে এখন দৃষ্টি দেয়া হবে। কিম উন মুন জায়ে ইনকে বলেন যে তিনি শীঘ্রই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া থেকে বিশেষজ্ঞ ও সাংবাদিকদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পরমাণু স্থাপনা পরিদর্শনের আমন্ত্রণ জানাবেন। উন কিম বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে বসলে উপলব্ধি করতে পারবে যে, উন এমন ধরনের ব্যক্তি নন যিনি দক্ষিণের দিকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে দেবেন বা যুক্তরাষ্ট্রকে টার্গেট করবেন। মুন জায়ে ইনের প্রেসসচিব কিম উনের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি প্রতিশ্রুতি পূরণ করে এবং আমাদের সঙ্গে বিশ্বাস স্থাপন করে এবং যুদ্ধ আক্রমণের নীতি থেকে সরে আসে তবে আমরা একটি কঠিন জীবন বেছে নেব।’ ভবিষ্যতে সীমান্তের উভয় পাশে সহযোগিতা সহজতর করার জন্য, কিম উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দেশের স্থানীয় সময় একীভূত করার সিদ্ধান্তের কথা জানান। তিনি দক্ষিণের বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবহার না করার অঙ্গীকার ফের ব্যক্ত করেন।
×