ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০৪১ সালে এ দেশ উন্নত বিশ্বের মর্যাদা লাভ করবে : বন ও পরিবেশ মন্ত্রী

প্রকাশিত: ০২:৪১, ২৯ এপ্রিল ২০১৮

 ২০৪১ সালে এ দেশ উন্নত বিশ্বের মর্যাদা লাভ করবে : বন ও পরিবেশ মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী ২০৪১ সালে এ দেশ উন্নত বিশ্বের মর্যাদা লাভ করবে। তাই দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। রবিবার বিকেলে মাদারীপুর জেলার শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী এ সময় আরো বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে দলমতের উর্ধ্বে উঠে কাজ করতে হবে। বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বর্তমানে দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আমরা একযোগে কাজ করতে চাই। আমরা আগুন দিয়ে রাজনীতি করতে চাই না। আমরা ধ্বংসের রাজনীতি করতে চাই না। জনগণের সম্পত্তি নষ্ট করে আমরা রাজনীতি করতে চাই না। আমরা একযোগে দেশের উন্নয়নে কাজ করে যেতে চাই। শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান এর সভাপতিত্বে সূধী সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় পার্টির সেক্রেটারী ও অনুমিত হিসাব সংক্রান্ত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ (বাবলু) এমপি, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ অন্যরা।
×