ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেধাভিত্তিক, কৌশল ভিত্তিক আন্দোলন প্রণয়ন করতে হবে : ফারুক

প্রকাশিত: ০০:৪৬, ২৯ এপ্রিল ২০১৮

 মেধাভিত্তিক, কৌশল ভিত্তিক আন্দোলন প্রণয়ন করতে হবে : ফারুক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামীলীগ নির্বাচিত হলে গাজীপুরের মানুষের অধিকার থাকবে। বিএনপি নির্বাচিত হলে নাশকতার রাজনীতি আবার ফিরে আসবে। শুধুমাত্র গলাবাজী করে শ্লোগান দিয়ে সংগঠন চলে না, শুধু মাত্র আন্দোলন করে সংগঠন চলে না। গলাবাজীর আন্দোলনের দিন শেষ। এখন মেধাভিত্তিক, কৌশল ভিত্তিক আন্দোলন প্রণয়ন করতে হবে। তিনি গাজীপুর সিটির তেলিপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের সমর্থনে প্রচার কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে গঠিত কেন্দ্র কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ। এতে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ছাড়াও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য মো. সফিকুল ইসলাম বাবুল, জেলা যুবলীগের আহ্বায়ক মো. আলতাব হোসেনসহ স্থানীয় বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আরো বলেন, যুবলীগের শ্লোগান একটিই সে-টা হল শেখ হাসিনা। আমার নেতা আমার বিবেক। বিবেক যা বলবে আমি তাই করি। আমার বিবেক বলছে শেখ হাসিনাই নেতা। যুবলীগ তোশামদ, খোশামদকারীর দল নয়। আওয়ামী যুবলীগ, যুবকদের একটি সংগঠণ। যুব মেধা লালন, ধারণ ও বিকাশই হল যুবলীগের অন্যতম লক্ষ্য। যাতে আমরা মেধাভিত্তিক, যুক্তিবাদি বিজ্ঞান মনস্ক যুব সমাজ গড়তে পারি সেই লক্ষ্যেই আমাদের কাজ। যুবক তিনি, যিনি সৃষ্টিশীল। মানুষের যৌবনকাল হচ্ছে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। মানুষের জীবনের যে চারটি স্তর (শৈশবকাল, কৈশরকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল) অতিক্রম করে, তার মধ্যে শ্রেষ্ঠকালই হচ্ছে এই যৌবনকাল। যৌবনকাল হচ্ছে, শ্রেষ্ঠকাল, শ্রেষ্ঠ সম্পদ। সৃষ্টির কালই হলো যৌবনকাল।
×