ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তের নাটকীয়তায় ইউভেন্তুসের জয়

প্রকাশিত: ২১:৫২, ২৯ এপ্রিল ২০১৮

শেষ মুহূর্তের নাটকীয়তায় ইউভেন্তুসের জয়

অনলাইন ডেস্ক ॥ দীর্ঘ গোলখরা কাটালেন গনসালো হিগুয়াইন। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের গোলেই ইন্টার মিলানের মাঠে নাটকীয় জয় পেল ইউভেন্তুস। শেষ দিক দুই গোল করে টানা সপ্তম সেরি আ শিরোপা জয়ের সম্ভাবনা নিজেদের হাতেই রাখল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। শনিবার ইন্টার মিলানের মাঠ সান সিরোয় কঠিন হিসাব-নিকাশ ছিল দুই দলের সামনেই। ইউভেন্তুস হারলে শিরোপার দৌড়ে খানিকটা এগিয়ে যেত নাপোলি। আর মিলানের হার মানে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কা। ত্রয়োদশ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে জোরাল শটে ইউভেন্তুসকে এগিয়ে দেন ব্রাজিলের উইঙ্গার দগলাস কস্তা। পাঁচ মিনিট পর দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। মারিও মানজুকিচকে মাতিয়াস ভেসিনো ভিএআর এর সাহায্য নিয়ে লাল কার্ড দেখান রেফারি। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্লেইজ মাতুইদির গোলও বাতিল হয় প্রযুক্তির সাহায্যে। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে হেডে গোল করে ব্যবধান কমান মাউরো ইকার্দি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি লিগে ২৭তম গোল। ২৯টি গোল করে গোরদাতাদের তালিকায় শীর্ষে আছেন লাৎসিওর চিরো ইম্মোবিলে। ৬৫তম মিনিটে ইভান পেরিসিচের ক্রস ইউভেন্তুস ডিফেন্ডার আন্দ্রে বারজাগলির পায়ে লেগে নিজেদের জালে জড়ালে এগিয়ে যায় ইন্টার মিলান। ৮৭তম মিনিটে আরেকটি আত্মঘাতী গোলে ম্যাচে ফিরে অতিথিরা। মিডফিল্ডার হুয়ান কুয়াদরাদোর শট মিলান স্ক্রিনিয়ারের গায়ে লেগে জালে ঢোকে। দুই মিনিট বাদে ফ্রি-কিক থেকে হেডে দলকে জয়ের আনন্দে ভাসান হিগুয়াইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭১৬ মিনিট পর গোল পেলেন এই আর্জেন্টাইন। এই জয়ে দুইয়ে থাকা নাপোলির চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে রইল ইউভেন্তুস। ৩৫ ম্যাচে তাদের সংগ্রহ ৮৮ পয়েন্ট। আর ৩৪ ম্যাচে নাপোলির সংগ্রহ ৮৪ পয়েন্ট। অন্যদিকে লাৎসিওর চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১ পয়েন্ট কম নিয়ে পাঁচে থাকা ইন্টারের চ্যাম্পিয়ন্স লিগ সম্ভাবনা পড়ল হুমকির মধ্যে। আগের ম্যাচে কিয়েভোকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে সেমি-ফাইনালের ফিরতি লেগের প্রস্তুতি নিয়ে রাখল রোমা। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে রাজধানীর দলটি।
×