ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পরিবেশ সচেতনতা বিষয়ক বিজ্ঞাপনে সায়েম সামাদ

প্রকাশিত: ০৭:৪২, ২৯ এপ্রিল ২০১৮

পরিবেশ সচেতনতা বিষয়ক বিজ্ঞাপনে সায়েম সামাদ

স্টাফ রিপোর্টার ॥ আড়ং ইউএসটি মিল্কের নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছেন সায়েম সামাদ। বিজ্ঞাপনটিতে একজন সমাজ সচেতন মানুষ হিসেবে পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরিতে একজন রাজনৈতিক নেতা ভূমিকায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। বিজ্ঞাপনের মূল বিষয় হচ্ছে, ভাল জিনিসের জন্য দেরি করতে নেই, দীর্ঘমেয়াদী পরিকল্পনারও দরকার নেই। বিজ্ঞাপনটিতে সুবিধাবাদী বাকসর্বস্ব রাজনীতিবিদের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সায়েম সামাদকে। যিনি মাইকের সামনে পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলে ভাষণ দিচ্ছেন। তাকে ঘিরে আছেন জনগণ। ভাষণে পরিবেশ সুরক্ষার কথা বলেই সায়েম নিজেই নষ্ট করছেন পরিবেশ। সবাইকে বোকা বানাতে পারলেও তরুণ প্রজন্মকে পারছেন না তিনি। আর তাই, নেতা সায়েমকে শুনতে হয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে পরিবেশ রক্ষার কোন দরকার পড়ে না, যদি না আমরা সঙ্গে সঙ্গেই যা করার তা করে ফেলতে পারি। জনগণের সামনে বিব্রত যে নেতার চরিত্র বেশ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলেন । জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘আয়নাবাজি’খ্যাত নির্মাতা অমিতাভ রেজা যখন ভ- রাজনীতিবিদের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলেন, তখন সত্যিই খুশি হয়েছিলেন খুব। সে প্রসঙ্গে সায়েম বললেন, প্রায় সতের বছর পর আবার অমিতাভ রেজা ভাইয়ের সঙ্গে কাজ করছি, এটাই ছিল আমার জন্য অনেক বড় ব্যাপার। এর সঙ্গে ছিল চরিত্রটা। শুনেই বুঝেছিলাম অভিনয়ের সুযোগ আছে। আর অমিতাভ রেজা ভাই শূটিংয়ের পুরো সময়টায় অভিনয়ের সুযোগ তৈরি করে দিয়েছেন। পুরো ইউনিটই অসাধারণ অনুষঙ্গ হিসেবে সঙ্গে ছিলেন বলেই আমি আমারটা বের করে আনতে পেরেছি। অপেক্ষায় থাকলাম অমিতাভ ভাইয়ের সঙ্গে আবার কাজ করার আগামী সময়ের জন্য। বিজ্ঞাপনে যা বলেছেন, বলেছেন। সায়েম সামাদ আসলে পরিবেশ নিয়ে কি ভাবেন? কি তার নিজস্ব পরিবেশ পরিকল্পনা? সায়েম সামাদ বললেন ২০১৬ সালে চিরদিনের মতো হারিয়ে ফেলা বাবার কথা। চাকরি থেকে অবসর নেওয়ার পর বাবা গ্রামে ফিরে এসে নিজের হাতে শত শত গাছ লাগিয়েছেন। ফরিদপুরের ভাঙ্গা থানার দক্ষিণ আকনবাড়িয়া গ্রামটিকে সবুজ করে তুলতে এই মানুষটি এগিয়ে এসেছিলেন, অনুপ্রাণিত করেছিলেন গ্রামের সবাইকে। সেই অনুপ্রেরণার অংশীদার তো সায়েম সামাদও। তিনি প্রকৃতির পূজারী। সুযোগ পেলেই ছুটে যান বাবার ছোঁয়ায় সবুজ হয়ে ওঠা গ্রামটিতে। গাছের সঙ্গে ভালবাসা তার নিজেরও। নিজের হাতে গাছ লাগান। বললেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর পরিকল্পনার মতো চমৎকার আর কিছু হতে পারে না। এই দেশের সবার কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান। যেখানে সুযোগ পাবেন, সেখানেই গাছ লাগান। গাছের চেয়ে বড় বন্ধু আর কে মানুষের? তবে শুধু বিজ্ঞাপন নয় ১৯৯২ সাল থেকে মঞ্চে নিয়মিত অভিনয় করছেন। করছেন বেতার নাটক, টেলিভিশন নাটক। তবে পেশাগত কারণে নাটক থেকে দূরে থাকলেও বিজ্ঞাপনের মডেল হয়ে যান। এ ধরনের আরও ভাল ভাল কাজ করতে চান সায়েম সামাদ। তার জন্য শুভ কামনা।
×