ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে চলচ্চিত্র পরিচালক সমিতি

প্রকাশিত: ০৭:৪১, ২৯ এপ্রিল ২০১৮

মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে চলচ্চিত্র পরিচালক সমিতি

স্টাফ রিপোর্টার ॥ দেশের চলচ্চিত্রাঙ্গনে বিশেষ অবদান রেখেছেন যেসব মুক্তিযোদ্ধা তাদের একুশজনকে সম্মাননা দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আগামীকাল রবিবার এফডিসি’র জহির রায়হান কালার ল্যাবে বিকেল সাড়ে ৫টায় এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এই প্রথমবারের মতো পরিচালক সমিতি থেকে তাদের সম্মাননা দেয়া হচ্ছে। এরা হলেন- সৈয়দ হাসান ইমাম, মাসুদ পারভেজ, আহসান উল্লাহ মনি, দেলোয়ার জাহান ঝন্টু, মতিন রহমান, আবু মুসা দেবু, আওলাদ হোসেন চাকলাদার, এমএ খালেক, অরূপ রতন চৌধুরী, সাহিদুর রহমান মুকুল, নূর মোহাম্মদ মনি, মনতাজুর রহমান আকবর, এসআর রেজা, মীর হুমায়ুন কবির, মোঃ কিতাব আলী ফিরোজ, দেওয়ান নজরুল, তমিজ উদ্দিন রিজভী, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আবুল বাশার চুন্নু, খায়রুল বাসার ও সাদেক সিদ্দিকী। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার জনকণ্ঠকে জানান, এর আগে আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তি যারা স্বাধীনতা পুরস্কার পেয়েছেন তাদের দিয়েছি। এবার দিচ্ছি মুক্তিযোদ্ধাদের। পরবর্তীতে আমরা একুশে পদকপ্রাপ্তদের সম্মাননা দেব। এবারের অনুষ্ঠানে অতিথি থাকবেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। এর আগে গত বছর বাংলাদেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। চলচ্চিত্রাঙ্গনের প্রযোজক, পরিচালক, প্রদর্শক, সুরকার, শিল্পী-কলাকুশলী এবং চিত্রগ্রাহকদের আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেয়া হয়।
×