ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেন্দুয়ায় চর্চা সাহিত্য আড্ডার ১৫০তম আসর

প্রকাশিত: ০৭:৪১, ২৯ এপ্রিল ২০১৮

কেন্দুয়ায় চর্চা সাহিত্য আড্ডার ১৫০তম আসর

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ ‘সাহিত্য-সংস্কৃতির টানে, মিশি প্রাণে প্রাণে’Ñ সেøাগানকে প্রতিপাদ্য করে মঙ্গলবার কেন্দুয়া উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ‘চর্চা সাহিত্য আড্ডা’র ১৫০তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি সংগঠনটির নিয়মিত সাহিত্য পত্রিকা ‘চর্চাপত্র’র বৈশাখ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। কথাশিল্পী হাবিব আল আজাদের সভাপতিত্বে ও সমন্বয়কারী রহমান জীবনের সঞ্চালনায় আসরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, প্রগতি পাঠক চক্রের সভাপতি অধ্যাপক রণেন সরকার, বাউল কবি ইসলাম উদ্দিন, উদীচীর স্থানীয় শাখার সভাপতি রাখাল বিশ্বাস, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, কবি নেহাল হাফিজ, গীতিকার মির্জা রফিকুল হাসান, জুলফিকার ইজদানী, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা, মামুনুর রশিদ মামুন, কবি দেবব্রত দাস, পহেলী দে, আব্দুল্লাহ আল মামুন, আফজালুননেছা রুমী প্রমুখ। এছাড়া স্বরচিত কবিতা পাঠ করেন নূরুল ইসলাম, কবি আশরাফ উদ্দিন ভুঁইয়া, মাহবুবা খান দীপান্বিতা, দেবব্রত দাস, পহেলী দে ও নামিরা হক দৃষ্টি।
×