ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘চিঠি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তিন প্রদর্শনী

প্রকাশিত: ০৭:৪১, ২৯ এপ্রিল ২০১৮

‘চিঠি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তিন প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ হামিদুর রহমান পাপ্পুর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘চিঠি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে বিকেল সাড়ে ৫টা, সন্ধ্যা ৬-২৫মিনিট এবং সন্ধ্যা ৭-১০ মিনিটে চলচ্চিত্রটির তিন প্রদর্শনী হয়। প্রদর্শনীতে উল্লেখ্যযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ‘চিঠি’ চলচ্চিত্রের মূল গল্প মোঃ আলমগীর ও হামিদুর রহমান পাপ্পু। চিত্রগ্রহণ স্বরূপ চন্দ্র দে, সম্পাদনা রবিউল হাসান সোহেল, সহকারী পরিচালক মোঃ আলমগীর, ব্যবস্থাপনা মোঃ ইমরান খান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ তারেক। শৌখিন মিডিয়ার প্রযোজনা নির্মিত ‘চিঠি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কে এম আব্দুর রাজ্জাক, আজমিরা আক্তার মিরা, হামিদুর রহমান পাপ্পু, তাসমী চৌধুরী, মোঃ আলমগীর, আকলিমা আক্তার পুষ্প, মোঃ তারেক, মোঃ ইমরান খান, মোঃ ওয়াহিদুজ্জামান জিতু, মেহেদী হাসান মেধা, হাসিব চৌধুরী, নাইম হোসেন, সানোয়ার, মশিউর রহমান, মোঃ সজিব রনি, আইভি আক্তার, নাদির হাওলাদার, আল আমিন, আশিক হাওলাদার, শিশু শিল্পী অরিজ আলমগীর, ইলমা আলমগীর, জেনিফা রহমান হিরা।
×