ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২০২১ সালের বিশ্ব ফিল্ম আর্কাইভ কংগ্রেস ঢাকায়

প্রকাশিত: ০৭:৪০, ২৯ এপ্রিল ২০১৮

২০২১ সালের বিশ্ব ফিল্ম আর্কাইভ কংগ্রেস ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ২০২১ সালে ফিল্ম আর্কাইভের ৭৭তম বিশ্ব কংগ্রেস আয়োজকের মর্যাদা লাভ করেছে। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে চলতি ৭৪তম কংগ্রেসের পঞ্চম দিন বৃহস্পতিবার আয়োজক নির্বাচন ভোটে ৭৭তম আয়োজনের অপর প্রতিযোগী নেদারল্যান্ডসকে ৪৬-৩৭ ভোটে হারিয়ে আয়োজকের স্থান লাভ করে বাংলাদেশ। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ অর্জনকে একটি বিশ্বমর্যাদার স্বীকৃতি হিসেবে বর্ণনা করে বলেন, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য মন্ত্রণালয়ের যে ফিল্ম আর্কাইভের নির্মাণকাজ উদ্বোধন করেন, তা আজ বিশ্বমানের একটি আর্কাইভ। দেশ ও বিশ্বের ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার বিকাশ প্রবাহ চলচ্চিত্র মাধ্যমে সংরক্ষণের কাজে সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বহুলাংশে উন্নত হওয়ার একটি নজির এই আয়োজক স্বীকৃতি। ২২ থেকে ২৭ এপ্রিল প্রাগে চলতি কংগ্রেসে বাংলাদেশ প্রতিনিধিদলে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবুয়াল হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
×