ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাচের জন্য মঞ্চ সঙ্কট ॥ শামীম আরা নীপা

প্রকাশিত: ০৭:৩৯, ২৯ এপ্রিল ২০১৮

নাচের জন্য মঞ্চ সঙ্কট ॥ শামীম আরা নীপা

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নীপা। শুদ্ধ নৃত্যের অমিয়ধারায় নিজেকে সিক্ত করার পাশাপাশি শিক্ষালব্ধ জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন প্রজন্ম থেকে প্রজন্মে। নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের সঙ্গে যৌথ প্রচেষ্টায় তিনি গড়ে তুলেছেন নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সংগঠনটির উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় আজ বিকেল ৪টায়। এ আয়োজন ও নৃত্য সম্পর্কে কথা হয় এ গুণী শিল্পীর সঙ্গে। নৃত্যাঞ্চলের আজকের আয়োজনে কি থাকছে? শামীম আরা নীপা: আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে প্রতিবছর নৃত্যাঞ্চলের পক্ষ থেকে আমরা এ আয়োজন করে থাকি। এ আয়োজনে আমাদের সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকতে সদয় সম্মতি জানিয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী কাজল ইব্রাহীম। অনুষ্ঠানটিকে আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। নৃত্যাঞ্চল পারফর্মিং আর্টস একাডেমির আন্তঃক্লাস নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হবে। গত ফেব্রুয়ারি মাসে এই প্রতিযোগিতা হয়। প্রতিবছর বুদ্ধি প্রতিবন্ধী ও প্রান্তিক শিশুদের অংশগ্রহণে থাকে বিশেষ নৃত্যানুষ্ঠান। এছাড়া থাকবে সংগঠনের শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য। প্রতিবন্ধী ও প্রান্তিক শিশুদের নিয়ে নাচ করানোর কারণ কি? শামীম আরা নীপা: এই শ্রেণীর শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে অবহেলার চোখে দেখা হয়। কিন্তু তাদের যে প্রতিভা আছে এটা তারা প্রকাশ করার সুযোগ পায় না। আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন উৎসবে অংশগ্রহণের সুযোগ করে দেয়ার চেষ্টা করি। ওয়ার্ল্ড ড্যান্স ডেতে তারা পারফর্ম করে দেখিয়ে দিতে পারে যে তারাও এই সমাজের কোন অংশে পিছিয়ে নেই। আন্তর্জাতিক নৃত্য দিবসের তাৎপর্য কি? শামীম আরা নীপা: বিশ্বের সব নৃত্যশিল্পীদের একটি স্মরণীয় দিন এটি। এদিনে বিশ্বের একজন গুণী নৃত্যশিল্পী বাণী প্রদান করে থাকেন। পৃথিবীর সব দেশে এ দিবসটি পালিত হয়ে থাকে। সব শিল্পীদের মিলনের দিন এটি। আমরাও এ দিনটিতে কোন না কোনভাবে একে অপরের সঙ্গে মিলিত হই। নাচে অংশ নিয়ে থাকি। আমাদের দেশে নৃত্যের বর্তমান অবস্থা কি? শামীম আরা নীপা: সব মিলিয়ে বলা যায় নাচের অবস্থা আগের চেয়ে এখন অনেক ভাল। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিকভাবে নাচ শেখানো হচ্ছে। শুদ্ধ নাচের প্রতি অনেকে আগ্রহের সহিত আকৃষ্ট হচ্ছে। অনেকে অন্য দেশ থেকে নাচ শিখে এসে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীরা আগ্রহ ও মনোযোগী হয়েছে এ শিল্পের প্রতি। নৃত্যকে এগিয়ে নিতে প্রতিবন্ধকতা কি? শামীম আরা নীপা: প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে। যারা শ্রম দিয়ে, কষ্ট করে শুদ্ধ নাচ শিখছেন, তারা তেমন কোন প্লাটফর্ম পাচ্ছে না। অথচ দেখা যায় সরকারী বা বেসকারীভাবে কোন অনুষ্ঠানের আয়োজন হলে সেখানে পারফর্ম করে অন্য সেলিব্রেটিরা, যারা নাচ না শিখেই এ আয়োজনে অংশ নেয়ার সুযোগ পায়। প্রচারের ক্ষেত্রে নান্দনিক নৃত্যশিল্পীদের জায়গা কমúিøকেটেড। এখানেই হতাশ হই। এক্ষেত্রে দেখা যায় যারা কষ্ট করে শুদ্ধ নাচ শিখছেন তাদের আগ্রহ ও হতাশার জায়গা তৈরি হয়। নাচকে এগিয়ে নিতে করণীয় কি? শামীম আরা নীপা: প্রথমত সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠান ও ব্যক্তি কর্মকর্তাদের সদিচ্ছা থাকতে হবে। নাচ পরিবেশনের জন্য ক্ষেত্র তৈরি করতে হবে। ঢাকায় শুধু শিল্পকলা একাডেমির একটি মঞ্চে নাচ করা যায়, আর দেশে তেমন কোন নাচের মঞ্চ নেই। নাচের জন্য মঞ্চ সঙ্কট। অনেক বড় মঞ্চ ছাড়া নাচ করা সম্ভব নয়। নাচের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার ওপর বেশি জোর দিতে হবে। মোট কথা নাচ প্রচারের ক্ষেত্রে আমি দারুণ হতাশ। নাচ নিয়ে আগামী পরিকল্পনা কি? শামীম আরা নীপা: ছোটদের নাচ শেখার ক্ষেত্রে একটি বিশেষ পরিকল্পনা করছি। যাদের দিয়ে মৌলিক নাচ করাব। যে নাচ আমাদের দেশ ও মাটির কথা বলবে। ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমি আমাদের কৃষ্টি নিয়ে কাজ করছি। -গৌতম পাণ্ডে
×