ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলের ফুটবল প্রধান আজীবন নিষিদ্ধ

প্রকাশিত: ০৭:৩৬, ২৯ এপ্রিল ২০১৮

ব্রাজিলের ফুটবল প্রধান আজীবন নিষিদ্ধ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ শুরুর মাত্র দেড় মাস আগে ব্রাজিলের ফুটবল ফেডারেশনে একটি বড় ধাক্কা লাগলো। অবৈধ মুনাফা অর্জনের দুর্নীতির অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান মার্কো পোলো দেল নিরোকে সবধরনের ফুটবল থেকে আজীবন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এমনটাই জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০১৫ সালের মে মাসে মোট ৪২ জন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ আসে। নবেম্বরে অভিযোগের ভিত্তিতে দেল নিরোসহ বাকিদের ব্যাপারে তদন্ত শুরু করেছিল ফিফা। তার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল বিভিন্ন টুর্নামেন্টে মিডিয়া ও বাণিজ্য-বিপণনের স্বত্ব পাইয়ে দেয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ অবৈধভাবে গ্রহণ। এর মধ্যে কোপা আমেরিকা, কোপা লিবার্টাডোরস এবং সিবিএফ কোপা দো ব্রাজিলের মতো বড় টুর্নামেন্টগুলোও আছে। তদন্ত থেকে নিরোর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েই ফিফা তাকে এ আজীবন নিষেধাজ্ঞা দিল। এ বিষয়ে ফিফার এক বিবৃতিতে বলা হয়, ‘সবমিলিয়ে দেল নিরো প্রায় ১ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক (৮ লাখ ৩৫ হাজার ৮৮০ ইউরো) আত্মসাত করেছেন। এই বিষয়গুলো পর্যালোচনা করে তাকে সবধরনের ফুটবল কর্মকা- থেকে ফিফার নৈতিক কমিটি তাকে দুর্নীতির দায়ে সবধরণের ফুটবল থেকে আজীবন নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ নীলফামারীতে আরচারি প্রতিভা অন্বেষণ কর্মসূচী স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার নীলফামারী জেলায় ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় ‘আরচারি প্রতিভা অন্বেষণ কর্মসূচী’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার এবং নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফ হোসেন, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সহ-সভাপতি আনিসুর রহমান দিপু। প্রথমদিন প্রতিভা অন্বেষণ কর্মসূচীতে ৪০০ বালক ও বালিকা অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে ১০০ জনকে বাছাই করা হয়েছে। রবিবার বাছাই করে ২০ বালক ও বালিকাকে পরবর্তী আটদিন প্রশিক্ষণ প্রদান ও র‌্যাঙ্কিং নির্ধারণ করা হবে। প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান প্রশিক্ষক হিসেবে আবু সাঈদ ভুঁইয়া এবং সহকারী প্রশিক্ষক হিসেবে বিপু রায় দায়িত্ব পালন করছেন। আগামী ৭ মে কর্মসূচীর সমাপনী দিবসে চূড়ান্তপর্বের জন্য দুই বালক ও বালিকা নির্বাচন করা হবে।
×