ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চেলসির জন্য শহীদ খানের প্রস্তাবনা

প্রকাশিত: ০৭:৩৪, ২৯ এপ্রিল ২০১৮

চেলসির জন্য শহীদ খানের প্রস্তাবনা

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের দল চেলসি ফুটবল ক্লাব চাইলেই ঘরোয়া ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে ওয়েম্বলি স্টেডিয়াম। সে জন্য সম্ভবপর সবকিছুই করবেন মার্কিন ব্যবসায়ী শহীদ খান। তবে সেজন্য শর্ত জুড়ে দিয়েছেন তিনি। শহীদ ৫০০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে (৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার) কিনতে চান এই স্টেডিয়ামটি। তার এই প্রস্তাবনা মানলেই চেলসিকে সুযোগটা দেবেন তিনি। গত বৃহস্পতিবার ইংল্যান্ডের ফুটবল এ্যাসোসিয়েশন জানিয়েছে যে চেলসির স্থানীয় চিরপ্রতিদ্বন্দ্বী ফুলহ্যামের মালিক শহীদ ওয়েম্বলি স্টেডিয়াম কেনার প্রস্তাব দিয়েছেন। এই মুহূর্তে লন্ডনভিত্তিক আরেকটি ক্লাব টটেনহ্যাম হটস্পার এই স্টেডিয়াম অস্থায়ী হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে। কারণ তাদের হোয়াইট হার্ট লেনের স্টেডিয়াম সবেমাত্র প্রস্তুত হয়েছে। আর চেলসিও এই মুহূর্তে তাদের ওয়েস্ট লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে অবস্থিত স্টেডিয়ামটি পুনঃনির্মাণ ও ধারণক্ষমতা বাড়ানোর কাজে হাত দিতে চায়। সে জন্য তাদের এই সময়ে একটি হোম ভেন্যুর খুব প্রয়োজন। সে কারণেই শহীদ এমন প্রস্তাব দিয়েছেন। তিনি ওয়েম্বলি স্টেডিয়ামের মালিকানা পেলেই তা চেলসিকে ব্যবহার করার সুযোগ দেবেন। চেলসিও প্রথম পছন্দ হিসেবে ওয়েম্বলিকে রেখেছে সাময়িক হোম ভেন্যু হিসেবে। কারণ স্টেডিয়ামটির ধারণক্ষমতা এই মুহূর্তে ৯০ হাজার।
×