ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোহলির কাউন্টি নিয়ে দোটানায় ভারত

প্রকাশিত: ০৭:৩৩, ২৯ এপ্রিল ২০১৮

কোহলির কাউন্টি নিয়ে দোটানায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। কিন্তু ইংল্যান্ডের মাটিতে তার অতীত রেকর্ড মোটেই ভাল নয়। আগামী জুলাই-আগস্টে দীর্ঘ ইংল্যান্ড সফরের আগে তাই নিজেকে ঝাঁলিয়ে নিতে ইংলিশ কাউন্টিতে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু তার আগে জুনে ঘরের মাটিতে আফগানিস্তানের ঐতিহাসিক টেস্ট অভিষেক। সেখানে কোহলিকে না খেলালে সমালোচনা হতে পারে এমনটা ভেবে এখন তার কাউন্টি নিয়ে দোটানায় পড়ে গেছে খোদ ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই) কর্তারা। বিসিসিআইয়ের কয়েকজন কর্মকর্তা চাচ্ছেন আগামী জুনে ঘরের মাটিতে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে খেলুক কোহলি। কিন্তু বোর্ড এ্যাডমিনিস্ট্রেটসের প্রধান বিনোদ রাই ভারতীয় অধিনায়কের কাউন্টিতে খেলার পক্ষে মত দিয়েছেন। মহাগুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরের আগে প্রস্তুতির জন্য তার কাউন্টিতে খেলা উচিত বলে মনে করেন তিনি। ওদিকে স্ট্যাটাস পাওয়ার পর আফগানিস্তান ভারতের বিপক্ষে তাদের অভিষেক টেস্ট খেলতে যাচ্ছে। ভারতের মাটিতে ১৪ জুন থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা। এই টেস্টে না খেলে কাউন্টি খেলার জন্য অনুমতি চেয়েছেন কোহলি নিজেও। এখনও এনওসি পাননি কাউটিতে খেলার। অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ভারত পূর্ণশক্তির দল না নামলে সমালোচনা হতে পারে ভেবেই বিসিসিআয়ের কিছু কর্মকর্তা কোহলিকে এই টেস্টে খেলার পক্ষে মত দিয়েছেন। আর বোর্ড প্রধান চাচ্ছেন কোহলি কাউন্টিতে খেললে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। অধিনায়ক নিজেও তাই চাচ্ছেন। ২০১৪ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেবার পাঁচ টেস্টে বিরাট মাত্র ১৩৪ রান করেছিলেন। গড় ১৩.৪০। যা তার নামের পাশে বড় বেমানান। বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম কোহলি যে কোন ফরমেটেই ঝড় তুলতে সক্ষম। আর এই ধারাবাহিকতা ধরে রাখতে ইংল্যান্ড সফরের আগে কাউন্টি ক্রিকেট খেলে নিজেকে আরও পরিণত করতে চাইছিলেন তিনি, ‘কাউন্টি ক্রিকেট আমার খেলাকে আরও চ্যালেঞ্জিং এবং প্রতিযোগিতামূলক করে তুলবে। ওখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এবার নিজেকে বেশি করে প্রস্তুত করে তুলতে চাই।’ আইপিএল চলাকালেই বলেছিলেন কোহলি। আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত। তিনটি টি২০ এবং সমান সংখ্যক ওয়ানডের পর পাঁচ ম্যাচের পূর্ণাঙ্গ টেস্ট খেলবে কোহলির দল। ১ আগস্ট প্রথম টেস্ট দিয়ে শুরু সাদা পোশাকের ঐতিহ্যের লড়াই। চারদিনের একটি অনুশীলন ম্যাচও খেলবে সফরকারীরা। দোটানার মাঝে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয় সেটিই দেখতে অপেক্ষায় থাকতে হবে। কারণ ভারতীয় ক্রিকেটে অধিনায়ক কোহলির যা প্রভাব তার চাওয়া এড়ানো বোর্ডের জন্য সত্যি কঠিন।
×