ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনিয়েস্তা বন্দনায় বিশ্ব ফুটবল

প্রকাশিত: ০৭:৩২, ২৯ এপ্রিল ২০১৮

ইনিয়েস্তা বন্দনায় বিশ্ব ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সমাপ্তি টানলেন আন্দ্রেস ইনিয়েস্তা। শুক্রবার স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার সঙ্গে দীর্ঘ ২২ বছরের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিলেন তিনি। বিদায় বলার পর থেকেই বার্সিলোনার স্প্যানিশ মিডফিল্ডারের বন্দনায় মেতেছে বিশ্ব ফুটবল। স্বদেশী, ক্লাব সতীর্থ থেকে শুরু করে ক্লাব কর্তৃপক্ষ, প্রতিপক্ষের খেলোয়াড় এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ কোচ জিনেদিন জিদান ও সাবেক কোচ পেপ গার্ডিওলাও শুভ কামনা জানিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তাকে। বার্সিলোনাকে বিদায় বলার আগে কাতালান ক্লাবটির হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লীগ, আটটি স্প্যানিশ লা লিগাসহ তিনটি ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ইনিয়েস্তা। শুধু তা-ই নয়, ইতিহাসের প্রথম দল হিসেবে স্পেনের ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের মহানায়কও তিনি। অথচ কখনও ব্যালন ডি’অর ট্রফিটাকে নিজের শোকেসে তুলতে পারেননি ইনিয়েস্তা। বার্সিলোনার সঙ্গে ইনিয়েস্তার আনুষ্ঠানিকভাবে সম্পর্কচ্ছেদ করার পর বিস্মিত বার্সিলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। এ প্রসঙ্গে রিয়ালের ফরাসী এ কোচ বলেন, ‘আমি ইনিয়েস্তাকে বার্সিলোনার ফুটবলার হিসেবে দেখি না। আমার চোখে সে কেবলই একজন খেলোয়াড়। তারজন্য অনেক অনেক শুভ কামনা। তবে যোগ্য হওয়া সত্ত্বেও ব্যালন ডি’অর পেল না ইনিয়েস্তা। আমার মতে স্পেনের বিশ্বকাপ জয়ের বছরই ব্যালন ডি’অর দেয়া উচিত ছিল ইনিয়েস্তাকে। ইনিয়েস্তার মতো ফুটবলারের বিদায় নেয়াটা সত্যিই দুঃখজনক।’ স্পেন জাতীয় দলের সতীর্থ ফার্নান্দো টোরেস টুইটারে লিখেছেন, ‘আমরা একসঙ্গে কত স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি, ভাবলেই ভাল লাগে। ইনিয়েস্তা তুমি সত্যিই অসাধারণ মাপের একজন ফুটবলার।’ বিশ্বকাপ জয়ী স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস লিখেছেন, ‘তোমার ফুটবল উপভোগ করেছি। এক সঙ্গে বিশ্বকাপ জিতেছি। স্পেনে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও কখনও শ্রদ্ধা হারাইনি। নতুন মঞ্চের জন্য আগাম শুভেচ্ছা রইল।’ ইনিয়েস্তার জাতীয় দলের কোচও ভূয়সী প্রশংসা করেছেন বিদায়বেলায়। এ প্রসঙ্গে জুলেন লুপেতেগুই বলেন, ‘ইনিয়েস্তা প্রথম ক্যাটাগরির একজন খেলোয়াড়। আমি তার অতীত নিয়ে কিছুই বলতে চাই না। কেবল বর্তমান নিয়েই বলছি, আসলে তার মাপের খেলোয়াড় এই সময়ে খুব কমই পাওয়া যাবে। সে দুর্দান্ত একজন ফুটবলার।’ বিদায়বেলায় ইনিয়েস্তার সেরা প্রাপ্তি হতে পারে তারই সাবেক কোচ পেপ গার্ডিওলার প্রশংসা। ম্যানচেস্টার সিটির এ কোচ বলেন, ‘ইনিয়েস্তাকে ধন্যবাদ। মাঠে নেমে ও কি করতো সেটাই দেখতাম মুগ্ধ হয়ে। ইনিয়েস্তার জন্যই আমি খেলাটা আরও ভালভাবে বুঝতে শিখেছি।’ বার্সিলোনার হয়ে ১৬ মৌসুম মাঠ কাঁপিয়েছেন। এই সময়ে ঘরে তুলেছেন ৩১টি ট্রফি। বার্সাকে বিদায় বলে দিলেও ফুটবলকে চালিয়ে যাবেন তিনি। কেননা, এখনও ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানাননি তিনি। ক্লাব ক্যারিয়ারের কিংবা জাতীয় দলের জার্সিতে, উভয় মঞ্চেই নিজের সেরাটা ঢেলে দিয়ে যাবেন নিশ্চয়ই। তবে বার্সিলোনা ছাড়ার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মনের মধ্যে উঁকি দিচ্ছে নানান ধরনের প্রশ্ন। কোথায় যাচ্ছেন ইনিয়েস্তা। ক্লাবের বা দেশের নাম উল্লেখ করেননি কিন্তু ইঙ্গিত করেছেন। তিনি বলেন, ‘আমি বলেছি বার্সার বিপক্ষে কখনও খেলব না। সুতরাং ইউরোপে আমি খেলছি না।’ হয়তো ইনিয়েস্তা চীন কিংবা যুক্তরাষ্ট্রে যাবেন। তবে যেখানেই যাক না কেন, মানুষ ইনিয়েস্তা এবং ফুটবলার ইনিয়েস্তাকে সবাই মনে রাখবেন।
×