ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্ল্যাটফর্ম ফি সরিয়ে নিচ্ছে ফেসবুক

প্রকাশিত: ০৭:১৬, ২৯ এপ্রিল ২০১৮

প্ল্যাটফর্ম ফি সরিয়ে নিচ্ছে ফেসবুক

ব্যক্তিগত কারণে ফেসবুকে কোন তহবিল সংগ্রহের কার্যক্রম পরিচালনা করলে এর জন্য এখন আর প্ল্যাটফর্ম ফি পরিশোধ করতে হবে না। ফেসবুকে এ ধরনের কোন তহবিল কার্যক্রম পরিচালনা করতে যুক্তরাষ্ট্রে ৪.৩ শতাংশ ও কানাডায় ৬.২ শতাংশ প্ল্যাটফর্ম ফি দিতে হতো। ফেসবুক এখন এই ফি সরিয়ে নিচ্ছে। একটি যাচাই প্রক্রিয়া চালানো ও প্রত্যেক তহবিল সংগ্রহকারীর যাচাইয়ে এই অর্থ কাজে লাগানো হতো বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইটেকক্রাঞ্চের প্রতিবেদনে। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা আর সুরক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট এসব খরচ তারা সরিয়ে নিচ্ছে। ফেসবুকের হেড অব প্রোডাক্ট ফর সোশ্যাল গুড আশা শর্মা বলেন, আমরা প্রতিনিয়ত শিখছি আর মানুষকে সর্বোচ্চ সুবিধা পেতে সহায়তায় এমন কিছু আমরা করতে চেয়েছিলাম। তবে লেনদেন সম্পন্ন করা আর করের জন্য ফি এখনও থাকছে। যুক্তরাষ্ট্র আর কানাডায় লেনদেন সম্পন্ন করার জন্য ২.৬ শতাংশ অর্থের সঙ্গে আরও ০.৩০ ডলার দিতে হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×