ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্লাস্টিকের মতই নতুন পাটজাত পণ্য জুটিন

প্রকাশিত: ০৭:১৫, ২৯ এপ্রিল ২০১৮

প্লাস্টিকের মতই নতুন পাটজাত পণ্য জুটিন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্লাস্টিকের বদলে পাটজাত পণ্য জুটিন। ধারণাটি শুধু উদ্ভাবনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে প্রথমবারের মতো এ ধরনের পণ্যের বাণিজ্যিক উৎপাদন ও রফতানিতে এগিয়ে এসেছে একটি বেসরকারী প্রতিষ্ঠান। সঙ্গে রয়েছে একটি সুইডিশ কোম্পানি। এরই মধ্যে এ ধরনের পণ্য নিতে আগ্রহ দেখিয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ইউরোপের বিভিন্ন দেশ। আর তাতে সহায়তার আশ্বাস দিয়েছে সরকারও। দেখতে প্লাস্টিক পণ্য মনে হলেও এমন অনেক পণ্য তৈরি হচ্ছে পাট দিয়ে। এসব তৈরিতে পাটের সঙ্গে মেশানো হয়েছে প্লাস্টিক গ্র্যানুয়েলস বা পলিমার। ঢেউটিন, গাড়ি, উড়োজাহাজ বা জাহাজের যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী, গৃহস্থালীর নানা ব্যবহার্য জিনিস তৈরি সম্ভব এভাবে। এ ধরনের পণ্যের মূল উপাদান পাট হওয়ায়, এগুলো একদিকে যেমন পরিবেশ সহায়ক, তেমনি বেশ মজবুতও। দুই বছর আগে উদ্ভাবনের পর এ ধরনের পণ্যের উৎপাদন ও ব্যবহারে আগ্রহ বেড়েছে। দেশেই উদ্ভাবিত এসব পণ্যের প্রসার ঘটাতে বিনিয়োগে এগিয়ে এসেছে বেসরকারী প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তারা বলছে নেপাল, শ্রীলঙ্কা বা ইউরোপের বাজারে রফতানির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এ ছাড়া, দেশে পাটজাত নতুন এই পণ্যে বিনিয়োগে সহযাত্রী হচ্ছে সুইডিশ কোম্পানি জুটবর্গ। তারা জানায়, সুইডেনে এ জাতীয় পণ্যের পরিবেশবান্ধব উৎপাদনে পাঁচ বছর ধরে গবেষণা চলছে। যা সফলতার পথে। যে গবেষক দীর্ঘদিন ধরে এসব পণ্য উদ্ভাবনের জন্য কাজ করছেন, নতুন এই বিনিয়োগকে আশাব্যঞ্জক বলছেন তিনি।
×