ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে যুক্তরাজ্যে

প্রকাশিত: ০৭:১৪, ২৯ এপ্রিল ২০১৮

প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে যুক্তরাজ্যে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়ছে প্লাস্টিক পণ্যের ব্যবহার। পানির পাত্র থেকে শুরু করে আসবাবপত্র; মোবাইল ফোন, কম্পিউটারসহ নানা পণ্য তৈরি ও বাজারজাতে ব্যবহার হচ্ছে প্লাস্টিক। হিসাব বলছে, প্রতি বছর সারা বিশ্বে বিক্রি হয় ৩০ কোটি টনের বেশি প্লাস্টিক পণ্য। যার ৯১ শতাংশই মাত্র একবার ব্যবহারের পর ফেলে দেয়া হচ্ছে। এমন প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে যুক্তরাজ্যে। পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান প্লাস্টিক। তবু বিশ্বব্যাপী এর ব্যবহার ক্রমান্বয়ে বাড়ছে। বর্তমানে প্লাস্টিক পণ্যের বাজার প্রায় ১ লাখ কোটি ডলারের। কিপ ব্রিটেইন টাইডির প্রধান নির্বাহী অ্যালিসন ওগদেন নিউটন বলেন, ‘প্লাস্টিক পণ্য পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের অসচেতনতার কারণে পরবর্তী প্রজন্ম ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে যাচ্ছে।’ যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, পানি পানসহ সব কাজেই প্লাস্টিক পণ্যের ব্যবহার হচ্ছে। যার ৯১ শতাংশই ব্যবহারের পর ফেলে দেয়া হয় জলাশয়ে। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। এর সুরক্ষায় প্লাস্টিক পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের পরিবেশমন্ত্রী মিশেল গোভ বলেন, ‘সব ধরনের প্লাস্টিক বর্জ্য পানিতে ফেলা হচ্ছে। সেগুলো সমুদ্রে যাচ্ছে। এতে মাছসহ অন্যান্য সামুদ্রিক প্রাণীর বসবাসের অযোগ্য হচ্ছে সমুদ্র। এই অবস্থা থেকে উত্তরণে প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব দেয়া হয়েছে।’
×