ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

ডিএসইতে লেনদেন কমেছে ২.৬৮ শতাংশ

প্রকাশিত: ০৭:১১, ২৯ এপ্রিল ২০১৮

ডিএসইতে লেনদেন কমেছে ২.৬৮ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২.৬৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ২ হাজার ৫০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৫৭৫ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ৬৯ কোটি টাকা বা ২.৬৮ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯০ দশমিক ৬৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৫ দশমিক ৩৪ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ১২ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে দশমিক ৫১ শতাংশ বা ২৯.৬৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ১ দশমিক ৪৭ শতাংশ বা ৩২ দশমিক ৩৬ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৬১ শতাংশ বা ২১.৯৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টি কোম্পানির। আর দর কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনে সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, গ্রামীণফোন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ব্র্যাক ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, কেয়া কসমেটিক, স্কয়ার ফার্মা, উসমানিয়া গ্লাস, আলিফ ইন্ডাস্ট্রিজ ও আমরা নেটওয়ার্ক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, নাভানা সিএনজি, বিএসআরএম লিমিটেড, এসআলম স্ক্রিস্টাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, কুইন সাউথ টেক্সটাইল, আজিজ পাইপ, রংপুর ফাউন্ড্রি ও ফার্মা এইড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, এডভেন্ট ফার্মা, তাল্লু স্পিনিং, পূবালী ব্যাংক, উসমানিয়া গ্লাস, প্রিমিয়ার ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, সেন্টাল ইন্স্যুরেন্স ও ডেল্টা লাইফ। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক কমেছে দশমিক ৪১ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টি কোম্পানির। আর দর কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
×