ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে ১৩ কোটি টাকার সিগারেট আটক

প্রকাশিত: ০৬:৪১, ২৯ এপ্রিল ২০১৮

চট্টগ্রাম বন্দরে ১৩ কোটি টাকার সিগারেট আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মিথ্যা ঘোষণায় আমদানি করা প্রায় ১৩ কোটি টাকার বিদেশী সিগারেট আটক হয়েছে চট্টগ্রাম বন্দরে। শনিবার দুপুরে বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে চালানটি আটক করেন কাস্টমস কর্মকর্তারা। কাস্টম সূত্রে জানানো হয়, দুপুরে এনসিটি ইয়ার্ডে ২০ ফুট আয়তনের কন্টেনারটির কায়িক পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন কাস্টম হাউসের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। গোপন তথ্যের ভিত্তিতে চালানটি আটক করে তল্লাশিতে পাওয়া যায ৩০৩ এবং মন্ড ব্র্যান্ডের ৬৫০ কার্টন সিগারেট, যার মূল্য প্রায় ১৩ কোটি টাকা। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার পুরানা পল্টনের ঠিকানার গ্রামবাংলা কর্পোরেশন। এমভি ওয়েল স্ট্রেইটস নামের একটি জাহাজে সিঙ্গাপুর বন্দর থেকে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে আসে এই কন্টেনারটি। এলসির ঘোষণা অনুযায়ী আমদানি হওয়ার কথা ছিল ৩৩৭ বেল ( রোল) ফেল্ট বা ফোম, যার শুল্ক ৫৮ দশমিক ৬৯ শতাংশ। কিন্তু স্ক্যানিংয়ে ধরা পড়ে কার্টন। ফলে এর কায়িক পরীক্ষার প্রয়োজন পড়ে। কায়িক পরীক্ষায় পাওয়া যায় বিদেশী সিগারেট, যার শুল্ক ৪৫০ শতাংশ। এটি একটি বড় ধরনের চোরাচালান। চালানটি খালাস করে নেয়া গেলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হতো।
×