ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিন ম্যাজিস্ট্রেট নেই চট্টগ্রাম ওয়াসায় ॥ বাড়ছে বকেয়া

প্রকাশিত: ০৬:৪০, ২৯ এপ্রিল ২০১৮

দীর্ঘদিন ম্যাজিস্ট্রেট নেই চট্টগ্রাম ওয়াসায় ॥ বাড়ছে বকেয়া

স্টফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম ওয়াসায় দীর্ঘদিন ধরে ম্যাজিস্ট্রেট নেই। ফলে বকেয়া বিল আদায় এবং বিভিন্ন ক্ষেত্রে অনৈতিক কার্যক্রম প্রতিরোধে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। এতে করে বাড়ছে ওয়াসার বকেয়া বিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। শনিবার চট্টগ্রাম ওয়াসার ৪৬তম বোর্ড সভায় ম্যাজিস্ট্রেট না থাকার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়। চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী ড. এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় উঠে আসে ম্যাজিস্ট্রেট না থাকায় বকেয়া বিলের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি। গ্রাহকদের কাছে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বকেয়া পড়েছে ৬ কোটি ৬১ লাখ টাকা। বকেয়া এ বিল আদায়ের লক্ষ্যে যত দ্রুত সম্ভব ম্যাজিস্ট্রেট নিয়োগ করা জরুরী হয়ে পড়েছে। বোর্ড সভায় ভা-ালজুড়ি পানি সরবরাহের বিস্তারিত তথ্য সম্বলিত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান ডিএমইসি। ওয়াসার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং বোর্ড সদস্যরা পানি উৎপাদন, বিতরণ এবং বিলিংয়ের ক্ষেত্রে অপচয় রোধ এবং এনআরডব্লিউ ৩১ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার তাগিদ দেন। নগরীর কয়েকটি এলাকায় পানির সঙ্কটের বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ জানান, পাইপ লাইনের কাজ চলমান থাকায় কিছু এলাকার গ্রাহকদের সামান্য সমস্যা হচ্ছে। ত্রুটিগুলো চিহ্নিত করে পানি সরবরাহের কাজ চলছে। সমস্যা দ্রুত কেটে যাবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
×