ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে ৭ নদী পুনর্খনন কাজের সূচনা

প্রকাশিত: ০৬:৪০, ২৯ এপ্রিল ২০১৮

নরসিংদীতে ৭ নদী পুনর্খনন কাজের সূচনা

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ জেলার অন্তর্ভুক্ত আড়িয়ালখাঁ, হাড়িধোয়া, পাহাড়িয়া, মেঘনা শাখা নদী, ব্রহ্মপুত্র নদ ও পুরাতন ব্রহ্মপুত্র শাখা নদ পুনর্খনন প্রকল্প কাজের সূচনা করা হয়েছে। পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) নজরুল ইসলাম হিরু“ বীরপ্রতীক এমপি শনিবার বিকেল ৩ টায় সদর উপজেলার দুর্গম চর এলাকা করিমপুর ইউনিয়নের শুঁটকিকান্দি গ্রামে আনুষ্ঠানিকভাবে প্রকল্প কাজের সূচনা করেন। এ সময় মন্ত্রী বলেন, নরসিংদী জেলায় অবস্থিত ভরাট হয়ে যাওয়া নদীসমূহ খননের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণসহ পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বন্যায় নদীর পাড় ভাঙ্গন থেকে তীর রক্ষা, নদীপথে সঠিক নাব্য ফিরিয়ে নৌ চলাচলের উন্নয়ন, পানির গুণগত মান উন্নয়ন, পানি সম্পদ ও জনস্বাস্থ্য রক্ষাসহ পরিবেশগত এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জনের লক্ষ্যে ৫শ‘ ২৮ কোটি টাকা ব্যয়ে নরসিংদী জেলার নরসিংদী সদর, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা এবং নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত ব্রহ্মপুত্র নদের ২শ’ ৩১ দশমিক ৮ কিলোমিটার নদী খনন, ২২ দশমিক ২ কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষামূলক কাজ ও ৮৫ টি বিদ্যমান ব্রিজ ফাউন্ডেশন শক্তিশালীকরণ প্রকল্প কাজ হাতে নেয়া হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ব্রিগেড এপ্রিল ২০১৮ থেকে ডিসেম্বর ২০১৯ সালের মধ্যে প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারিছ মিয়া, প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আনিস, এএফডব্লিউসি, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তৌহিদ হোসেন পিএসসি, প্রকল্প পরিচালক লে. কর্নেল কিসমৎ হায়াৎ পিপিএম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী এএইচএম ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
×