ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আমেরিকাও তারেক জিয়াকে ভিসা দিতে রাজি হয়নি ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ এপ্রিল ২০১৮

আমেরিকাও তারেক জিয়াকে ভিসা দিতে রাজি হয়নি ॥ নৌমন্ত্রী

সংবাদদাতা, মেহেরপুর, ২৮ এপ্রিল ॥ তারেক জিয়াকে নিয়ে শুধু আওয়ামী লীগই শঙ্কিত নয়, বিশ্বের বহু দেশ তাকে নিয়ে শঙ্কিত। সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে আমেরিকাও তাকে ভিসা দিতে রাজি হয়নি বলে দাবি করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তাকে যে কোন সময় দেশে ফিরিয়ে আনা হবে। শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন। বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলেও দাবি করেন তিনি। খালেদা জিয়ার চলন বলন দেখেই তা বোঝা যায়। শনিবার দুপুরে হেলিকপ্টারযোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণহিস্টিরিয়ায় ১০ ছাত্রী আক্রান্ত নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৮ এপ্রিল ॥ পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ ছাত্রী গণহিস্টিরিয়া (গণমনস্তাত্ত্বিক) রোগে আক্রান্ত হয়ে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে হিস্টিরিয়া রোগে আক্রান্ত রোগীদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ ননী গোপাল রায়। পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, সকালে প্রভাতি শাখার ক্লাস শুরুর পরে বিদ্যুত চলে যায়। এ সময় গরমের কারণে নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার সাম্মি অসুস্থ হয়ে পড়ে। এরপরে সপ্তম শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তারও অসুস্থ হয়ে পড়লে তাদের সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় বিদ্যালয়ের আরও বিভিন্ন শ্রেণীর ৮ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তাদেরও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রী অসুস্থ হওয়ার কারণে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ ননী গোপাল রায় জানান, ছাত্রীদের অসুস্থতার কারণ মূলত হিস্টিরিয়া বা গণমনস্তাত্ত্বিক। তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে ।
×