ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপহৃত নারীর খোঁজ মেলেনি ৬ দিনেও

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ এপ্রিল ২০১৮

অপহৃত নারীর খোঁজ মেলেনি ৬ দিনেও

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের হাসপাতাল চত্বর থেকে কোলের দেড় বছরের শিশুকে ফেলে নিখোঁজ হয়ে যাওয়া মিষ্টি বেগমের খোঁজ ৬ দিনেও মেলেনি। এ ঘটনায় মিষ্টি বেগমের মা থানায় প্রথমে সাধারণ ডায়েরি ও পরে অপহরণ মামলা দায়ের করেছেন। পুলিশ অপহরণ ঘটনার সঙ্গে জড়িত তারিক আজিজ সুমন নামের এক ভাড়াটে মোটরসাইকেল ড্রাইভারকে গ্রেফতার করেছে। এদিকে, দেড় বছরের শিশু সিনথিয়া আক্তার মনিকা মায়ের সানিধ্য না পেয়ে কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ছে। তাকে বাঁচিয়ে রাখা নানি জোছনা বেগমের পক্ষে কষ্টকর হয়ে উঠছে। জানা গেছে, গলাচিপা সদর ইউনিয়নের রতনদী-ইটবাড়িয়া গ্রামের রিক্সাচালক সালাম হাওলাদারের একমাত্র মেয়ে মিষ্টি আক্তারের (২২) সঙ্গে চার বছর আগে একই ইউনিয়নের চরখালী গ্রামের সাহিন মৃধার বিয়ে হয়। মিষ্টি আক্তারের দেড় বছর বয়সের সিনথিয়া আক্তার মনিকা নামে এক শিশু রয়েছে। মাসদেড়েক আগে মিষ্টি আক্তারের সঙ্গে তার স্বামীর তালাক হয়। এরপর থেকে মিষ্টি আক্তার তার শিশুমেয়েকে নিয়ে বাবার বাড়ি থাকছেন। গত ২০ এপ্রিল শুক্রবার শিশুমেয়ে সিনথিয়া অসুস্থ হয়ে পড়লে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির সঙ্গে হাসপাতালে তার মা মিষ্টি আক্তার ও নানি জোছনা বেগম অবস্থান করছিলেন। গত ২৩ এপ্রিল মিষ্টি আক্তার বাড়ি থেকে খাবার আনার কথা বলে মেয়েকে নানির কাছে রেখে হাসপাতাল থেকে বের হন। নিখোঁজ মানসিক প্রতিবন্ধী মোঃ কাশেম (১২), পিতা আবুল কালাম পূর্ব দেলপাড়া, ডাকঘর কুতুবপুর, থানা ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে ২২ আগস্ট ২০১৭ সালে হারিয়ে গেছে। ফতুল্লা থানায় জিডি নং ৪৪৮। সন্ধান প্রার্থী আলী হোসেন, মোবা-০১৬৭৫১৮৩১৯৮। -বিজ্ঞপ্তি।
×