ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় অগ্নিকাণ্ড ॥ অর্ধশতাধিক দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ এপ্রিল ২০১৮

ভোলায় অগ্নিকাণ্ড ॥ অর্ধশতাধিক দোকান ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৮ এপ্রিল ॥ শুক্রবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত শহরের প্রধান ব্যবসায়িক কেন্দ্র মনিহারি পট্টি, চকবাজার, খালপাড় সড়কে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক ছোট বড় দোকান ও গুদাম ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, এতে অন্তত ৪ শত কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছে। ঘটনায় প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১ টার দিকে মনোহারি পট্টির একটি দোকান থেকে এ আগুনের সূত্রপাত। মনোহারি পট্টির হার্ডওয়্যারের দোকানে থাকা রং, স্প্রিটসহ দাহ্য পদার্থে আগুন লেগে মুহূর্তেও আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন খাল পাড় এলাকায় সুতা, পলিথিন ও ভোজ্য তেলে লাগলে আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে। এর পর একে একে চকবাজার এলাকার একাংশের স্টেশনারি, ফল, মুদি, চালে আড়তসহ রকমারি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ভোলা ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালানোর পর ভোর সাড়ে ৬ টার দিকে নিয়ন্ত্রণে আসে। ভোলা মনোহারি পট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু ইসমাইল পাপ্পু জানান, আগুনে ২৯টি দোকানের অন্তত ৪ শত কোটি টাকার ক্ষতি হয়েছে। নেত্রকোনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৮ এপ্রিল ॥ জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর মাইঝপাড়া গ্রামে শনিবার পুকুরের পানিতে ডুবে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। তার নাম রামিয়া (২)। সে ওই গ্রামের শাহ আলমের মেয়ে। জানা গেছে, রামিয়া বেলা ১১টার দিকে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন পাশের একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×