ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চিকিৎসক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদ

রাজশাহীতে ডায়াগনস্টিক সেন্টারে ধর্মঘট ॥ রোগী দুর্ভোগ

প্রকাশিত: ০৬:৩৫, ২৯ এপ্রিল ২০১৮

রাজশাহীতে ডায়াগনস্টিক সেন্টারে ধর্মঘট ॥ রোগী দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে প্রায় দিনভর অলিখিত ধর্মঘট পালন করা হয়েছে। সকল বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ)। শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মবিরতি চলে। ফলে হঠাৎ করেই ধর্মঘটের ডাক দেয়ায় দূর থেকে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ এপ্রিল রাজশাহী মহানগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসক ও ডায়াগনস্টিক কর্তৃপক্ষের বাকবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। বিএমএর রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নওশাদ আলী জানান, গত ২৬ এপ্রিল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাঃ সানাউল্লাহকে লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে বিএমএ শরিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বেসরকারী সব ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করেছে। তিনি জানান, চিকিৎসকদের কর্মবিরতির কারণে নগরীর শতাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখা হয়। তবে ক্লিনিকে পুরনো রোগীর চিকিৎসা অব্যাহত রাখা হলেও নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়। এ সময় চিকিৎসকরা রাজশাহী মেডিক্যাল কলেজের সামনে মানববন্ধন কর্মসূচীও পালন করেন। এদিকে বেসরকারী চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ রোগী ও তাদের স্বজনরা। সকাল থেকে অনেক রোগী দূর-দূরন্ত থেকে রাজশাহী এসে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা পাননি। আবার হাসপাতালে চিকিৎসাধীন অনেক রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন। ভুক্তভোগীরা দিনভর মহানগরীর ডক্টরস জোন খ্যাত লক্ষ্মীপুর এলাকায় থাকা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে বসে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষার প্রহর গুনতে দেখা গেছে। তারা বলছেন হঠাাৎ করে বেসরকারি সকল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখায় তারা বিপাকে পড়েছেন। হাসপাতালের চিকিৎসকরা ব্যবস্থাপত্রে পরীক্ষা নিরিক্ষার জন্য পরামর্শ দিলেও তা করা যায়নি। প্রসঙ্গত, বৃহস্পতিবার চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রাজশাহী নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তুলকালাম কা- ঘটে। চিকিৎসকের অভিযোগ, বাচ্চা মারা যাওয়ার পরে রোগীর স্বজনেরা তার দফতরে গিয়ে হামলা চালিয়েছেন। আর রোগীর স্বজনদের অভিযোগ, তারা বিচার চাইতে গিয়েছিলেন। এ নিয়ে ওইদিন রাতে মারপিটের ঘটনাও ঘটে। এ ঘটনায় থানায় কোন মামলা না হলেও শনিবার হঠাৎ করেই ধর্মঘট পালন করে বিএমএ।
×