ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়াশিংটন বৈঠকে ট্রাম্প-মেরকেল মতপার্থক্য

প্রকাশিত: ০৬:৩৩, ২৯ এপ্রিল ২০১৮

ওয়াশিংটন বৈঠকে ট্রাম্প-মেরকেল মতপার্থক্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল শুক্রবার হোয়াইট হাউসে তাদের বৈঠকে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিলেও তাদের মতপার্থক্য লুকিয়ে রাখতে ব্যর্থ হয়েছেন। খবর গার্ডিয়ান অনলাইনের। ট্রাম্প বলেছেন, আমাদের মধ্যে প্রথম থেকেই একটা আন্তরিক সম্পর্ক রয়েছে। কিন্তু কেউ কেউ তা বুঝতে চায় না। তারা বৈঠকে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের চেষ্টা করেছেন যথেষ্ট। কিন্তু তার বিষয়বস্তু ও ধরনের বিষয়ে দেখা দেয় মতভেদ এবং তাদের শারীরিক ভঙ্গিমায় ফুটে ওঠে স্পষ্ট শীতল মনোভাব। দুই নেতা দুদেশের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিলেও তাদের মধ্যে আকর্ষণহীন বৈঠকের কারণে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ওয়াশিংটনে ব্যয়বহুল রাষ্ট্রীয় সফরে একটা তীব্র বৈসাদৃশ্য দেখা গেছে। ট্রাম্প হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১শ’ ৫১ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতিতে দুঃখ প্রকাশ করেন। ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে ইস্পাত ও এ্যালুমিনিয়ামের ওপর থেকে শুল্কমুক্ত সুবিধা মঙ্গলবার শেষ হয়ে যাচ্ছে যদি যুক্তরাষ্ট্র সময় বাড়াতে সম্মত না হয়।
×