ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রমে স্বাভাবিক জীবন শুরু

শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, পরীক্ষাগারে গবেষণার পর পুনঃস্থাপন

প্রকাশিত: ০৬:৩২, ২৯ এপ্রিল ২০১৮

শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, পরীক্ষাগারে গবেষণার পর পুনঃস্থাপন

একটি শূকরের মস্তিষ্ক তার শরীর থেকে আলাদা করে বাইরে নিয়ে এসে পরীক্ষাগারে গবেষণা চালানো হয়েছে। সে সময় তার মস্তিষ্কে রক্ত সঞ্চালন চালু রাখার জন্য ব্যবস্থা করা হয় পাম্প, হিটার ও কৃত্রিম রক্তের। যার মাধ্যমে মস্তিষ্কে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নীরবচ্ছিন্নভাবে চালিয়ে যান বিজ্ঞানীরা। ৩৬ ঘণ্টা পর সেই মস্তিষ্ক পুনঃস্থাপন করা হয়।- খবর বিবিসি পরীক্ষা-নিরীক্ষার পর পুনঃস্থাপিত মস্তিষ্কে রক্ত সঞ্চালন চালু করতে সমর্থ হয়েছেন বিজ্ঞানীরা। এরপর বেঁচে ওঠা শূকরটি আবার ক্রমে স্বাভাবিক জীবন শুরু করে।- খবর বিবিসি বিস্ময়কর এই ঘটনা ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে। গবেষকেরা বলছেন, এই পরীক্ষার মূল উদ্দেশ্য ভবিষ্যতে মানুষের পুরো মস্তিষ্ক শরীরের বাইরে এনে পরীক্ষা করার একটি উপায় খুঁজে বের করা। গবেষক দলের নেতা অধ্যাপক নেনাদ সেস্টান জানিয়েছেন, তারা অন্তত ১০০টি শূকরের ওপর পর্যায়ক্রমে পরীক্ষা চালিয়েছেন। গবেষণার এক পর্যায়ে তারা আবিষ্কার করেন যে পাম্প, হিটার ও কৃত্রিম রক্তের একটি প্রক্রিয়া নীরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে পারলে মস্তিষ্ক শরীরের বাইরে আনার পরেও তার কোষে রক্ত সঞ্চালন করা সম্ভব। এরপর রক্ত সঞ্চালনের প্রক্রিয়া কার্যকর রেখে ওই শূকরটির মস্তিষ্ক শরীরে বাইরে নিয়ে আসা হয়। অধ্যাপক সেস্টান বলছেন, এই প্রক্রিয়া যদি মানুষের ক্ষেত্রে কাজে লাগানো যায়, তাহলে সেটি অনেক স্নায়ুবিক ব্যাধির নিরাময় পদ্ধতি আবিষ্কারে সহায়ক হবে। কিন্তু তিনি প্রশ্ন তুলে বলছেন, নতুন প্রযুক্তি ব্যবহার করে মানুষ যদি তার আয়ুষ্কাল বাড়িয়ে নিতে চায় সেটি বৈধ হবে কিনা? অর্থাৎ ল্যাবে যদি মানুষের মস্তিষ্কের কৃত্রিম কোষ তৈরি করা সম্ভব হয়, তাহলে মৃত্যুর পরেও হয়তো তার মস্তিষ্কের কার্যকরিতা শেষ হবে না। কিন্তু যেহেতু পৃথিবী এখনি অতিরিক্ত জনসংখ্যার ভারে ভারাক্রান্ত, নতুন ব্যবস্থায় সেটি আরও জটিলতা তৈরি করবে বলেই অনুমান বিজ্ঞানীদের।
×