ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বেচ্ছামৃত্যু চান ৫ হাজার কৃষক

প্রকাশিত: ০৬:০৯, ২৯ এপ্রিল ২০১৮

স্বেচ্ছামৃত্যু চান ৫ হাজার কৃষক

ভারতের গুজরাটের ভাবনগর জেলার প্রায় হাজার পাঁচেক কৃষক স্বেচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে আবেদন করেছেন। রাষ্ট্রায়ত্ত বিদ্যুত সংস্থা ওই কৃষকদের প্রায় ৪শ’ বিঘা চাষের জমি দখল করার প্রক্রিয়া চালাচ্ছে, এই অভিযোগ তুলে তার প্রতিবাদে স্বেচ্ছামৃত্যু বরণ করতে চাইছেন এঁরা। ঘোঘা এলাকার ১২ গ্রামের ওই জমিপ্রায় ২০ বছর আগে অধিগ্রহণ করে সরকার। কিন্তু কৃষকদের বক্তব্য সেই সময়ে যে ক্ষতিপূরণ দেয়া হয়েছিল, তা বর্তমান বাজার মূল্যের চেয়ে অনেক কম। অধিগ্রহণের এত বছর পরে জমির দখল নেয়াটাও বেআইনী বলে কৃষকদের দাবি। বোডি গ্রামের বাসিন্দা, কৃষক নরেন্দ্র সিং গোহিল বলছিলেন, ‘১৯৯৭ সালে সরকার যখন জমি অধিগ্রহণ করেছিল, তখন মাত্র ৪০ হাজার টাকা করে দেয়া হয়েছিল। ওই সময় তারা জমির দখল নেয়নি। এত বছর পরে সেই জমি ছেডে দিতে বলা হচ্ছে। গোহিলের কথায় জমির দাম এখন বিঘাপ্রতি প্রায় ২১ লাখ টাকা। অথচ ৪০ হাজার টাকা দিয়ে সরকার জমি নিয়ে নেবে, এটা কোন যুক্তি! সরকার অবশ্য বলছে একবার যে জমির জন্য ক্ষতিপূরণ দেয়া হয়ে গেছে, অধিগ্রহণের সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে, তার জন্য নতুন করে ক্ষতিপূরণ দেয়া যায় না। -বিবিসি অবলম্বনে
×