ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতা ফরিদ খুনের মামলায় আ. লীগ নেতাসহ ৯ জনের নাম

প্রকাশিত: ১৮:৪৫, ২৮ এপ্রিল ২০১৮

যুবলীগ নেতা ফরিদ খুনের মামলায় আ. লীগ নেতাসহ ৯ জনের নাম

অনলাইন ডেস্ক ॥ চট্টগ্রামে কেবল ব্যবসার দ্বন্বে যুবলীগ নেতা ফরিদ ইসলাম খুনের ঘটনায় আসামির তালিকায় আওয়ামী লীগের এক নেতাসহ নয়জনের নাম উল্লেখ করে মামলা করেছে তার পরিবার। শুক্রবার রাতে নগরীর চকবাজার থানায় ফরিদের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফ হোসেন। তিনি জানান, “মামলায় এম এ মুছা, ফয়সাল, রাসেল, মাসুদ ও মুরাদসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।” কেবল ব্যবসার দ্বন্দ্বে শুক্রবার চকবাজার থানার পশ্চিম বাকলিয়া চাঁনমিয়া মুন্সী লেইনের কালাম কলোনির মুখে দুই পক্ষের গোলাগুলিতে মারা যান চকবাজার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ। এমদাদুল হক বাদশাসহ তিনজন চকবাজার ও বাকলিয়া এলাকায় কেসিটিএন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় দুই দশক ধরে কেবল ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিষ্ঠানটিতে কর্মরত কুতুব উদ্দিন জানিয়েছিলেন, তাদের প্রতিষ্ঠান থেকে কেবল ব্যবসার দখল নিতে মুছার লোকজন সকাল থেকে কেবল লাইন টাঙাতে থাকেন। “দুপুরে ফরিদ এর প্রতিবাদ করায় তাকে গুলি করা হয়।” যুবলীগ নেতা ফরিদ ছিলেন কেবল ব্যবসায়ী বাদশার বন্ধু। মুছা ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল থেকে দুইপক্ষের মহড়া শুরু হয়েছিল। দুপুরে ঘটে গোলাগুলি। গোলাগুলিতে দাদির কোলে থাকা ১১ মাস বয়সী এক শিশুও গুলিতে আহত হয়।
×