ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেবল ব্যবসা নিয়ে বিরোধ ॥ চট্টগ্রামে যুবলীগ নেতা নিহত

প্রকাশিত: ০৭:৫৭, ২৮ এপ্রিল ২০১৮

 কেবল ব্যবসা নিয়ে  বিরোধ ॥ চট্টগ্রামে  যুবলীগ নেতা  নিহত

বিডিনিউজ ॥ চট্টগ্রামে কেবল ব্যবসার দখল নিয়ে দুপক্ষের গোলাগুলিতে যুবলীগের সাবেক নেতা ফরিদুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। শুক্রবার বিকেল তিনটার দিকে নগরীর চকবাজার থানার ডিসি রোড কালাম কলোনিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা গুলিবিদ্ধ ফরিদুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফরিদুল পশ্চিম বাকলিয়া চাঁন মিয়া মুন্সী রোডের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। তিনি চকবাজার ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাবল ব্যবসার বিরোধ নিয়ে এমদাদুল হক বাদশার অনুসারী এবং স্থানীয় ফয়সাল ও রাসেলের নেতৃত্বে এম এ মুসার অনুসারী পক্ষ শুক্রবার সকাল থেকেই মুখোমুখি অবস্থানে ছিল। বেলা আড়াইটার দিকে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। জানা গেছে, বাদশাসহ তিনজনের মালিকানাধীন কেসিটিএন নামে একটি প্রতিষ্ঠান প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ওই এলাকার কেবল ব্যবসা পরিচালনা করে আসছে। কেসিটিএনের তিন মালিক হলেন- এমদাদুল হক বাদশা, প্রসুন কান্তি নাগ ও শ্যামল কুমার পালিত। নিহত ফরিদুল বাদশার বন্ধু। চকবাজার থানার ওসি নুরুল হুদা জানান, কেবল ব্যবসার বিরোধের জের ধরে দুপক্ষের বিরোধে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
×