ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমিরের ওপর প্রত্যাশার চাপ

প্রকাশিত: ০৬:৪২, ২৮ এপ্রিল ২০১৮

আমিরের ওপর প্রত্যাশার চাপ

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ভিসা জটিলতা। দুই বছর আগে টেস্টে প্রত্যাবর্তন ঘটেছিল মোহাম্মদ আমিরের। যে লর্ডসে স্পট ফিক্সিংয়ের ঘটনায় ২০১০ সালে খেলা টেস্টের জন্য অভিযুক্ত হয়েছিলেন, নিষিদ্ধ হয়েছিলেন ৫ বছর, সেখানেই আবার ফেরেন তিনি। কিন্তু তখনও ভিসা জটিলতায় অনেক কাঠখড় পুড়িয়ে ইংল্যান্ড গিয়েছিলেন। এবারও একই ঝামেলা পোহানোর পর অবশেষে বুধবার তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। পাকিস্তানের কোচ মিকি আর্থারের কাছেই নয়, পুরো দলেরই অন্যতম ভরসা এ পেস বোলার। কারণ বোলিং বিভাগের অন্যতম শক্তি লেগস্পিনার ইয়াসির শাহ নেই ইনজুরির কারণে। এই সফরে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ও ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও স্কটল্যান্ডের বিপক্ষে ২ টি২০ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। লেগস্পিনার ইয়াসির গত দুই বছরে পাকিস্তানের হয়ে ৮৯ উইকেট শিকার করেছেন টেস্টে। এই সময়ের মধ্যে পাকিস্তানের হয়ে যে বোলার দ্বিতীয় সেরা পারফর্মার, তার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ উইকেট নিয়েছেন তিনি। তবে এবার হিপ ইনজুরির কারণে পুরো ইউরোপ সফরে দলের সঙ্গে থাকতে পারছেন না। তার পরিবর্তে তরুণ উদীয়মান লেগস্পিনার শাদাব খান দলে জায়গা করে নিয়েছেন।
×