ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে নাদাল

প্রকাশিত: ০৬:৪২, ২৮ এপ্রিল ২০১৮

কোয়ার্টার ফাইনালে নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনা ওপেনের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার তৃতীয়পর্বের ম্যাচে স্পেনের এই টেনিস তারকা ৬-১ এবং ৬-৩ গেমে পরাজিত করেন তারই স্বদেশী গুইলের্মো গার্সিয়া লোপেজকে। এই জয়ের ফলে নতুন এক রেকর্ডও গড়েছেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা এদিন ওপেন যুগে টানা ৪০ সেট জয়ের রেকর্ড গড়েছেন। ক্লে কোর্টে এটা ছিল রাফায়েল নাদালের ৩৯৭তম ম্যাচ জয়। ম্যাচ জয়ের পর রাফায়েল নাদাল নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘কোন কোন সময় রেকর্ডটা কোন বিষয় নয়। তবে আমি যদি সেট জয়ের ধারাবাহিকতা ধরে রাখি তার মানে ম্যাচও জিতব। তবে আমি মনে করি না এখান থেকে রোলাঁ গ্যাঁরো পর্যন্ত সবগুলো সেট জিতব।’ বয়সে একত্রিশকেও ছাড়িয়ে গেছেন রাফায়েল নাদাল। তারপরও টেনিস কোর্টে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তিনি।
×