ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লন্ডনে ড্র করে এগিয়ে এ্যাটলেটিকো

প্রকাশিত: ০৬:৪২, ২৮ এপ্রিল ২০১৮

লন্ডনে ড্র করে এগিয়ে এ্যাটলেটিকো

স্পোর্টস রিপোর্টার ॥ লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে ড্র করে উয়েফা ইউরোপা লীগ ফুটবলের ফাইনালে খেলার পথে এগিয়ে গেছে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে ইউরোপের দ্বিতীয় সেরা লীগের সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হয়। এতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১০ জনের এ্যাটলেটিকোর বিরুদ্ধে জিততে পারেনি স্বাগতিক আর্সেনাল। শেষদিকে এ্যান্টোনিও গ্রিজম্যানের লক্ষ্যভেদে ১-১ গোলে ড্র করে ফিরেছে দিয়াগো সিমিওনের দল। আরেক সেমিতে রেড বুল সলর্সবার্গকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে মার্শেই। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে আর্সেনাল। এরই মধ্যে ম্যাচের দশম মিনিটে বড় ধাক্কা খায় সফরকারী দলটি। ফরাসী ফরোয়ার্ড আলেক্সান্ডার লাকাজেটকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ ছাড়েন এ্যাটলেটিকোর ক্রোয়েশিয়ান ডিফেন্ডার শিমে ভারসালকো। ১০ জনের এ্যাটলেটিকোকে পেয়ে চেপে ধরে আর্সেনাল। ম্যাচের ১৯ মিনিটে গোলের সুযোগও পায় গানার্সরা। তবে ড্যানি ওয়েলব্যাকের বাড়ানো বলে মিডফিল্ডার জ্যাক উইলশায়ারের নেয়া হেড সোজা গোলরক্ষকের গ্লাভসে জমে যায়। প্রথমার্ধের বাকিটা সময় আরও কিছু আক্রমণ করলেও গোল আদায় করে নিতে পারেনি স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করে খেলতে থাকে আর্সেনাল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬১ মিনিটে দলকে লিড এনে দেন লাকাজেট। বাঁপ্রান্ত থেকে উইলশায়ারের বাড়ানো ক্রসে ফরাসী তারকার হেড জাল খুঁজে পায়। ছয় মিনিট পর লাকাজেটের বাড়ানো বলে ওয়েলব্যাক টোকা দিতে ব্যর্থ হওয়ায় ব্যবধান দ্বিগুণ হয়নি। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে সফরকারী দলটি। অবশেষে ম্যাচের ৮২ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান এ্যান্টোনিও গ্রিজম্যান। লরাঁ কোসিয়েনলির ভুলের সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন ফরাসী ফরোয়ার্ড। ম্যাচ শেষে নিজ দলের গোলরক্ষক ইয়ান ওবলাকের উচ্ছ্বসিত প্রশংসা করেন গ্রিজম্যান। লাকাজেটকে ফাউল করার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভারসালকো। সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় কোচ সিমিওনেকেও গ্যালারিতে পাঠিয়ে দেন রেফারি। ২৫ বছর বয়সী ওবলাকের দারুণ সব সেভে ম্যাচে থাকে এ্যাটলেটিকো। ম্যাচশেষে সতীর্থের প্রশংসায় গ্রিজম্যান বলেন, ওবলাক এই মুহূর্তে বিশ্বসেরা। শুধু এজন্য নয় যে সে আমার সতীর্থ; বরং সে যে সেভগুলো করেছে এবং আমাদের যে পয়েন্টগুলো এনে দিয়েছে তার জন্য। ম্যাচের শুরুটা ছিল খুব পাগলাটে, অনেক কিছুই ঘটেছে। ঘরের মাঠে দারুণ একটা দ্বিতীয় লেগের অপেক্ষায় আছি আমরা। আমি আশা করছি সমর্থকরা উন্মত্ত পরিবেশ সৃষ্টি করবে। কারণ তারা দেখতে চায় যে আমরা ফাইনালে পৌঁছেছি। আমাদের ইউরোপা লীগ জিততেই হবে। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে আমরা আনন্দদায়ক পরিবেশের প্রত্যাশায় আছি। এরই মধ্যে গ্রিজম্যানের বার্সিলোনায় যোগ দেয়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, নেইমারের বিদায়ের পর থেকেই ২৭ বছর বয়সী গ্রিজম্যানকে দলে টানার চেষ্টা করছে কাতালানরা। গত বছর এ্যাটলেটিকোর সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়ান গ্রিজম্যান। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত মাদ্রিদে থাকার কথা। আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ শেষে তিনি বলেন, এ্যাটলেটিকোতে থাকছি কিনা আমি জানি না। আমরা দেখব। কি করা যায় সে ব্যাপারে আমরা ক্লাবের সঙ্গে কথা বলছি। ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে এ্যাটলেটিকোয় নাম লেখানোর পর থেকেই মাদ্রিদের ক্লাবটিতে আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন তিনি।
×