ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মরিনহোর কাঠগড়ায় চেলসি

প্রকাশিত: ০৬:৪২, ২৮ এপ্রিল ২০১৮

মরিনহোর কাঠগড়ায় চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ সালে মিসরীয় তারকা মোহাম্মদ সালাহকে রোমার কাছে ছেড়ে দেবার পিছনে চেলসিকেই দায়ী করেছেন সাবেক কোচ হোসে মরিনহো। একই সঙ্গে তিনি সালাহকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসার পিছনে পুরো কৃতিত্বটাই নিজের করে নিয়েছেন। ২০১৪ সালের জানুয়ারিতে ২১ বছর বয়সী সালাহকে বাসেল থেকে ১৬.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে প্রিমিয়ার লীগে নিয়ে এসেছিল মরিনহো ও চেলসি। যদিও ঐ সময় মিসরীয় এই তারকা ফরোয়ার্ড চেলসিতে মূল একাদশে খুব কম সুযোগই পেয়েছেন। পরের শীতেই ধারে ফিওরেন্টিনাতে চলে যান, যেখানে থেকে এক বছর পরে রোমায় পাড়ি জমান। চলতি মৌসুমের শুরুতে আবারও প্রিমিয়ার লীগে ফিরে আসেন সালাহ। ক্লাব রেকর্ড ফি ৪২ মিলিয়ন ইউরোতে তিনি লিভারপুলের সঙ্গে চুক্তি করেন। আর তারপরের পুরোটাই ইতিহাস। জার্গেন ক্লপের দলের হয়ে সবধরনের প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪৩ গোল করে ইতোমধ্যেই পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। এ বিষয়ে এক সাক্ষাতকারে মরিনহো বলেন, ‘আমি মনে করি সবকিছুই তাকে দারুণভাবে বিস্মিত করেছে। সত্যিকার অর্থেই সে দুর্দান্ত খেলেছে। কিন্তু এই মুহূর্তে সে এতটাই পরিণত যে নিজের যোগ্যতায় সে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। ইতোমধ্যেই ক্যারিয়ারে সে দারুণ কিছু অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। আর এখন নিজের ক্লাবের স্টাইলের সঙ্গে নিজেকে শতভাগ মানিয়ে নিয়েছে। সে কারণেই আমি এখন আর তার পারফর্মেন্স নিয়ে বিস্মিত নই।’ সালাহ এখন লিভারপুলের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের ক্লাব রেকর্ড ভাঙ্গার পথে দারুণভাবে এগিয়ে রয়েছে। ইয়ান রাশের ৪৭ গোলের থেকে আর মাত্র চার গোল দূরে রয়েছেন সালাহ। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগে নিজে দুই গোল করা ছাড়াও আরও দুই গোলে এসিস্ট করেছেন। সালাহ’র এই দুর্দান্ত পারফর্মেন্সে এবারের মৌসুমে ধুঁকতে থাকা চেলসি হতাশ হতেই পারে। তবে মরিনহো বলেন, এই প্রথম আমি সালাহকে নিয়ে এই কথাগুলো বলছি। কিন্তু অনেকেই বিশ্বাস করে ঐ সময় সালাহকে ছেড়ে দেবার পিছনে আমি মূল কারিগর হিসেবে কাজ করেছি। কিন্তু একটি কথা আমি স্পষ্টভাবে বলতে চাই, আমিই চেলসিতে সালাহকে নিয়ে এসেছিলাম। আমি একমাত্র ব্যক্তি হিসেবে চেলসিকে বলেছিলাম সালাহকে দলে নিতে। কিন্তু সে যখন স্ট্যামফোর্ডে আসে তখন সে অনেক ছোট ছিল। শারীরিক ও মানসিকভাবে সে ঐ সময় প্রিমিয়ার লীগে খেলার মতো প্রস্তুত ছিল না। সবকিছুই তার জন্য কঠিন ছিল। সে কারণেই আমরা তাকে ধার দেবার সিদ্ধান্ত নেই। সে আরও বেশি সময় মাঠে খেলতে চেয়েছে। ফিওরেন্টিনাতে গিয়ে সে আরও বেশি পরিণত হয়েছে। চলতি বছরের শুরুতেই সালাহকে নিয়ে গান লিখেছিল লিভারপুল সমর্থকরা। দুদিন আগে জানা গেল, পবিত্র মক্কাতে মিসরীয় এই ফুটবলারের নামে একটি মসজিদ বানানোর প্রস্তাবও এসেছে। এবার সেই সালাহকেই ইসরাইলের সেনাবাহিনীতে নিয়োগ দেয়া উচিত বলে মন্তব্য করলেন দেশটির প্রতিরক্ষমন্ত্রী এভিগদোর লিবারম্যান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসরাইল প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান লিখেছেন, ‘আমি সেনাবাহিনীর প্রধানকে ফোন করছি এবং বলছি যে সালাহকে স্থায়ী চাকরিতে নিয়ে নাও।’
×